ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

দ্বীনি কাজের ক্ষেত্রে চিত্রনায়ক ফারুকের সজাগ দৃষ্টি ছিল

উপজেলা প্রতিনিধি | কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৬ মে ২০২৩

চিত্রনায়ক ফারুকের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দ্বীনি কাজের ব্যাপারেও তার সজাগ দৃষ্টি ছিল। তিনি মসজিদ-মাদরাসার উন্নয়নের খোঁজ-খবর নিতেন। মসজিদ মাদরাসার কল্যাণে তিনি জীবদ্দশায়, যতদিন জীবিত ছিলেন, সুস্থ ছিলেন ততদিন সেগুলোর দিকে নজর রাখতেন।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে চিত্রনায়ক ফারুক সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে তার বাবা আজগর হোসেন পাঠানের ওয়াকফ করা জমিতে প্রতিষ্ঠিত সোম মোজাদ্দেদিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপারিটেনডেন্ট এ এইচ এম কাওছার আলম এ কথা বলেন।

তিনি বলেন, চিত্রনায়ক ফারুক সাহেব সোম মোজাদ্দেদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার জন্মলগ্ন থেকে ওই মাদ্রাসার কাদরিয়া সিসতিয়া লিল্লাহ বডিং ছিল। আর ওই লিল্লা বডিংয়ের সকল ব্যয়ভার তিনি ব্যক্তিগতভাবে বহন করতেন। এছাড়া মাদ্রাসায় যারা এতিম থাকতো, তাদের খাওয়া-দাওয়া, কাপড়-চোপড় ও তাদের খোঁজ-খবর তিনি এবং তার পরিবারের পক্ষে থেকে নিতেন। মাদ্রাসার খোঁজ-খবরও ওনি সব সময় রাখতেন।

মাদ্রাসা সুপার আরও বলেন, নায়ক ফারুক সাহেব যখনই বাড়িতে আসতেন, তখন তিনি মাদ্রাসার মাদ্রাসার শিক্ষকরা কেমন আছেন ও তাদের সুখ-দুঃখের খবর নিতেন। মাদ্রাসার কখন কি প্রয়োজন সেটার ব্যাপারে তিনি সব সময় সজাগ থাকতেন। এছাড়া মাদ্রাসার পাশের বাজারে একটি জমি আছে ৩০ শতাংশ, সেটা তার বাবা আজগর হোসেন পাঠান মাদ্রাসার নামে ওয়াকফ করে দিয়েছেন। সেটার আয় দিয়েই মাদ্রাসা চলতো। সেটার ব্যাপারে তিনি বা তার পরিবার কখনোই হস্তক্ষেপ করতেন না।

আব্দুর রহমান আরমান/এমএমএফ/এএসএম

টাইমলাইন

  1. ০৮:৪৯ পিএম, ১৬ মে ২০২৩ পৈতৃক ভিটায় নায়ক ফারুকের মরদেহ, এলাকাবাসীর শ্রদ্ধা
  2. ০৮:৩৯ পিএম, ১৬ মে ২০২৩ চিত্রনায়ক ফারুক দেশপ্রেমের পথ দেখিয়েছেন: তথ্যসচিব
  3. ০৭:২৭ পিএম, ১৬ মে ২০২৩ গ্রামের বাড়ির পথে নায়ক ফারুকের মরদেহ
  4. ০৭:০৫ পিএম, ১৬ মে ২০২৩ দ্বীনি কাজের ক্ষেত্রে চিত্রনায়ক ফারুকের সজাগ দৃষ্টি ছিল
  5. ০৬:৩৭ পিএম, ১৬ মে ২০২৩ শেষ ইচ্ছা অনুযায়ী বাবার কবরের পাশেই শায়িত হবেন ফারুক
  6. ০৬:৩৫ পিএম, ১৬ মে ২০২৩ নায়ক ফারুকের নিথর দেহ দেখে অঝোরে কাঁদলেন অঞ্জনা-সুজাতা
  7. ০৬:১৯ পিএম, ১৬ মে ২০২৩ গুলশান আজাদ মসজিদে নায়ক ফারুকের চতুর্থ জানাজা সম্পন্ন
  8. ০৫:১৪ পিএম, ১৬ মে ২০২৩ গ্রামের বাড়িতে চিত্রনায়ক ফারুকের জানাজা রাত ৯টায়
  9. ০২:২৭ পিএম, ১৬ মে ২০২৩ প্রিয় এফডিসি থেকে বিদায় নিলেন মিয়া ভাই
  10. ০২:১৮ পিএম, ১৬ মে ২০২৩ নায়ক ফারুকের পৈতৃক ভিটায় চলছে কোরআন খতম
  11. ০২:০৬ পিএম, ১৬ মে ২০২৩ নায়ক ফারুকের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা
  12. ০১:৫৫ পিএম, ১৬ মে ২০২৩ এফডিসিতে নায়ক ফারুকের জানাজা
  13. ০১:৫৩ পিএম, ১৬ মে ২০২৩ নায়ক ফারুক রাজনীতিবিদ হিসেবেও ছিলেন জনপ্রিয়: কাদের
  14. ০১:২১ পিএম, ১৬ মে ২০২৩ চিরচেনা এফডিসিতে শেষবারের মতো এলেন নায়ক ফারুক
  15. ১২:২৩ পিএম, ১৬ মে ২০২৩ ‘ফারুক ৫ হাজার কোটি টাকার ঋণখেলাপি, এ তথ্য ভিত্তিহীন’
  16. ১২:২২ পিএম, ১৬ মে ২০২৩ কেন্দ্রীয় শহীদ মিনারে নায়ক ফারুকের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা
  17. ০৯:৪২ এএম, ১৬ মে ২০২৩ ফারুকের আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান অভিনেতা সিদ্দিকুর
  18. ০৯:২৩ এএম, ১৬ মে ২০২৩ অভিনেতা ফারুকের শূন্যতা পূরণ হওয়ার নয়: জায়েদ খান
  19. ০৮:২৮ এএম, ১৬ মে ২০২৩ ঢাকায় পৌঁছেছে নায়ক ফারুকের মরদেহ
  20. ০৭:২৪ এএম, ১৬ মে ২০২৩ নায়ক ফারুকের মরদেহ ঢাকার পথে
  21. ০৭:৪৩ পিএম, ১৫ মে ২০২৩ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা শহীদ মিনারে, এফডিসিতে জানাজা
  22. ০৭:২৪ পিএম, ১৫ মে ২০২৩ নায়ক ফারুকের গ্রামের বাড়ির মসজিদ মাঠে চলছে জানাজার প্রস্তুতি
  23. ০৪:০৮ পিএম, ১৫ মে ২০২৩ বঙ্গবন্ধুর সঙ্গে যেভাবে নায়ক ফারুকের পরিচয় হয়েছিল
  24. ০২:২৬ পিএম, ১৫ মে ২০২৩ আমাকে স্নেহে আগলে রেখেছিলেন ফারুক ভাই: শাকিব খান
  25. ০২:২১ পিএম, ১৫ মে ২০২৩ নায়ক ফারুকের প্রথম জানাজা সিঙ্গাপুরে
  26. ০১:৪৮ পিএম, ১৫ মে ২০২৩ নায়ক ফারুকের সঙ্গে জুটি বেঁধেছেন যে নায়িকারা
  27. ১২:৪৪ পিএম, ১৫ মে ২০২৩ প্রিয় নায়ক ফারুকের মৃত্যুতে তারকাদের শোক
  28. ১২:৪৩ পিএম, ১৫ মে ২০২৩ চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক
  29. ১২:২৫ পিএম, ১৫ মে ২০২৩ ফারুক অভিনয় শিল্পে অবদান রেখে গেছেন: মেয়র আতিক
  30. ১১:৫৩ এএম, ১৫ মে ২০২৩ চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক
  31. ১১:১৮ এএম, ১৫ মে ২০২৩ চিত্রনায়ক ফারুকের মরদেহ আসবে মঙ্গলবার
  32. ১১:১৩ এএম, ১৫ মে ২০২৩ নায়ক ফারুকের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
  33. ১০:৪৪ এএম, ১৫ মে ২০২৩ মিয়া ভাইয়ের বর্ণাঢ্য জীবন
  34. ১০:১৩ এএম, ১৫ মে ২০২৩ নায়ক ফারুক আর নেই