ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

‘পাঠান’ ছাড়পত্র পেলে ১২ মে মুক্তি

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৩ মে ২০২৩

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত হিন্দি সিনেমা ‘পাঠান’। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির সরকারি অনুমতি মেলার পর প্রথম কোনো সিনেমা হিসেবে সেন্সর বোর্ডে জমা পড়েছে সিনেমাটি। আগামী ৫ মে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের’। তবে, সমিতিগুলোর আপত্তির মুখে তা পিছিয়ে আগামী ১২ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে পাঠান মুক্তি দিতে চায় প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার (৩ মে) সেন্সরে দুটি সিনেমার শো আছে। এর মধ্যে একটি বাংলা, একটি ইংরেজি। সেই তালিকায় ‘পাঠান’ নেই। এরমধ্যে চলচ্চিত্র সম্মিলিত পরিষদের পক্ষ থেকেও আবেদন করা হয় ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর স্বার্থে ‘পাঠান’ দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য। তবে, দুই সপ্তাহ নয় শোনা যাচ্ছে এক সপ্তাহ পিছিয়ে সিনেমাটি আগামী ১২ মে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/fasdf-20230503164802.jpg

আরও পড়ুন: ‘পাঠান’র মুক্তি পেছাতে সংবাদ সম্মেলনে যা বললেন নির্মাতা-প্রযোজকরা

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কোম্পানির স্বত্বাধিকারী ও চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন বলেন, ‘সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করবো। আমরা চেয়েছিলাম ৫ মে। এখন সমিতিগুলো যেহেতু আপত্তি করেছে। তাই আগামী ১২ মে সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছি।’

সাফটা চুক্তির আওতায় সরকার ১১ এপ্রিল ৫ শর্তে দুই বছরের জন্য ১৮টি হিন্দি ছবি আমদানির অনুমতি দিয়েছে। ফলে সিনেমা হল মালিকদের প্রায় আড়াই দশকের দাবি মেনে নিয়েছে সরকার। অবশ্য এজন্য চলচ্চিত্রের ১৯ সংগঠনের কর্তাব্যক্তিদের হিন্দি ছবি আমদানিতে কোনো আপত্তি নেই এ মর্মে লিখিত দিতে হয়েছে।

এমআই/এমএএইচ/জিকেএস