ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কাজী শুভর ‘তোমায় ভালোবাসি কন্যা’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৬ এপ্রিল ২০২৩

জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। ঈদ উপলক্ষে আসছে তার নতুন একটি গান। গানটির শিরোনাম ‘তোমায় ভালোবাসি কন্যা’। প্রসেনজিৎ মন্ডলের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শোভন রয়।

সম্প্রতি বড় পরিসরে সেট বানিয়ে নাচনির্ভর এ গানটির দৃশ্যধারণ হয়েছে। এতে মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও স্নিগ্ধা চৌধুরী। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মোহন ইসলাম।

আরও পড়ুন: প্রতীক হাসানের নতুন গান

কাজী শুভ বলেন, ‘গানটির কথাগুলো শ্রুতিমধুর। এবারের ঈদ আনন্দে গানটি বাড়তি মাত্রা যোগ করবে। আশা করছি, বরাবরের মতো এই গানটিও দর্শক পছন্দ করবে।’

নির্মাতা মোহন ইসলাম বলেন, ‘সবসময় দর্শকদের ভালো কাজ উপহার দেয়ার চেষ্টা করি। অন্যসব কাজের চাইতে নাচের গান করাটা একটু চ্যালেঞ্জিং। সবকিছু মিলে কাজটি ভালো হয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

জানা গেছে, গানটির মিউজিক ভিডিও এম এম প্রোডাকশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ঈদ আয়োজনে মুক্তি পাবে।

এমআই/জেআইএম

আরও পড়ুন