স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বঙ্গভবনে গাইবেন রন্টি দাস
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ উপলক্ষে বঙ্গভবনের অনুষ্ঠানে গান গাইবেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী রন্টি দাস। আজ বিকেলে স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি দুটি সংগীত পরিবেশন করবেন। গান দুটির মধ্যে একটি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে লেখা, অন্যটি নজরুল সংগীত।
আরও পড়ুন: ইকবাল খন্দকারের ‘গান আলাপন’ অনুষ্ঠানে নোলক-রন্টি
বঙ্গবন্ধুকে নিয়ে গানটির শিরোনাম হচ্ছে ‘মুজিব বাংলাদেশ’। গানটির কথা লিখেছেন রন্টি দাস নিজেই। এর সুর করেছেন সাইদ রহমান। সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।
বঙ্গভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সংগীত পরিবেশন প্রসঙ্গে রন্টি দাস জাগো নিউজকে বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গান গাইতে পারব বলে সত্যি আমার ভালো লাগছে। বিশেষ করে বঙ্গভবনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাওয়া গর্বের ব্যাপার। আমি এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে ‘তোমার জন্য ভাবতে শিখেছি/তোমার জন্য যুদ্ধে গিয়েছি/তোমার জন্য স্বপ্ন দেখেছি অশেষ/ মুজিব বাংলাদেশ’-এমন কথার যে গানটি গাইবো।
আরও পড়ুন: প্রকাশ হলো রন্টি দাসের ‘আপন হাতে’
উল্লেখ্য, সংগীত বিষয়ক প্রতিযোগিতা ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর মাধ্যমে পরিচিতি পান রন্টি। পরবর্তীতে স্টেজ শো, অ্যালবামে নিয়মিত গান করেছেন তিনি।
খুব অল্প সময়ের মধ্যে মিষ্টি কণ্ঠে অনেকেরই হৃদয়ে জায়গা করে নেন এ শিল্পী। হয়ে উঠেন জনপ্রিয় তারকা। এখন গান নিয়ে ব্যস্ত রয়েছেন রন্টি।
এমএমএফ/জেডএইচ/