ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সেরা নাচিয়ে নতুন সিজনের সেমিফাইনাল পর্ব শুরু

প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৩ মার্চ ২০১৬

নৃত্যশিল্পী অন্বেষণে দেশের একমাত্র ড্যান্স রিয়েলিটি শো ‘ম্যাঙ্গোলী-চ্যানেল আই সেরা নাচিয়ে-২০১৫ সিজন থ্রি’-এ এখন প্রতিযোগীর সংখ্যা ১৫ জন। তাদের নিয়ে শুরু হচ্ছে সেমিফাইনাল পর্ব।

যেখানে তারা দেশসেরা বেশ কয়েকজন নৃত্য পরিচালকের পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ভারত থেকে আগত কয়েকজন বিদেশি কোরিওগ্রাফির তত্ত্বাবধানে নাচ পরিবেশন করবেন। প্রতিযোগিতার প্রধান বিচারক হলেন- নৃত্যগুরু মুনমুন আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও নাট্যভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন।

আগামী ৬ মে প্রতিযোগিতার গ্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। পুরস্কার হিসেবে সেরা নাচিয়ে পাবেন এসিআই-এর সৌজন্যে একটি গাড়িসহ বিভিন্ন উপহার-সামগ্রী। থাকছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে নির্মিত চলচ্চিত্র, নাটক, টেলিফিল্মে অভিনয় ও বিভিন্ন পণ্যের মডেল হওয়ার সুযোগ।

এ প্রতিযোগিতার বিস্তারিত জানাতে আজ বৃহস্পতিবার, ৩ মার্চ চ্যানেল আই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এএসটি বেভারেজ লি. ও মেম্বার অব গ্লোব ফার্মাসিটিক্যাল গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান ৩ বিচারক- মুনমুন আহমেদ, ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, প্রতিযোগিতার পরিকল্পক ও পরিচালক ইজাজ খান স্বপন এবং ১৫ প্রতিযোগী।

Sera Nachiye

সংবাদ সম্মেলনে জানান হয়, ৩ মাস পূর্বে দেশের ৭টি বিভাগ থেকে অংশগ্রহণকৃত প্রায় ৪৫ হাজার নৃত্য প্রতিযোগীর মধ্যে থেকে প্রাথমিক যাচাই বাছাই শেষে মোট ২৪৫ জন প্রতিযোগীকে নির্বাচিত করা হয় কর্মশালার জন্য।

ঢাকায় অনুষ্ঠিত ৩ দিনের কর্মশালায় এই ২৪৫ জন প্রতিযোগী প্রশিক্ষণ নেন দেশবরেন্য গুনী নৃত্য গুরুদের কাছ থেকে। প্রশিক্ষক হিসেবে ছিলেন ক্যাথলীন ওয়েট্স, ডলি ইকবাল, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, দীপা খন্দকার, সুলতানা হায়দার, নিলুফার ওয়াহিদ পাপড়ী, আনিসুল ইসলাম হিরু, মিনু হক, সাজু আহমেদ, সেলিনা হক, তামান্না রহমান, বেলায়েত হোসেন খান, শফিকুর রহমান, বেনজীর সালাম, তাবাসসুম আহমেদ, মামুন আহমেদ, তানজিল আলম-সহ আরও অনেকে।

কর্মশালা শেষে ১০০ জন প্রতিযোগী নির্বাচিত হয় ‘গ্র্যান্ড অডিশন’ এর জন্য। ম্যাঙ্গোলী-চ্যানেল আই সেরা নাচিয়ে-২০১৫ এর প্রধান বিচারক মুনমুন আহমেদ, ফেরদৌস আহমেদ, ও মেহের আফরোজ শাওন এর উপস্থিতে শুরু হয় গ্র্যান্ড অডিশন।

গ্র্যান্ড অডিশনের প্রতিযোগীতা শেষে মোট ৩৪ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় মূল পর্ব। মূল পর্বে প্রধান ৩ বিচারকের সাথে অতিথি বিচারক এর আসন অলংকৃত করেন দেশবরেন্য নৃত্যশিল্পীরা, প্রতিটি ধাপে থাকে এলিমেনেশন, বেশ কয়েকটি ধাপ পেরিয়ে ২৪ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় ক্যাম্প রাউন্ড।

ক্যাম্প রাউন্ড শেষে বর্তমানে প্রতিযোগীর সংখ্যা ১৫ জন যারা কিনা সেমিফাইনাল রাউন্ডে লড়ছে ‘ম্যাঙ্গোলী-চ্যানেল আই সেরা নাচিয়ে-২০১৫ সিজন থ্রি’ এর মুকুটটির জন্য। সেরা ১৫ জন প্রতিযোগীরা হলেন- সিনথিয়া, শোভা, হৃদি, অন্তর, অপূর্ব, মিতি, সুমাইয়া, সুমী, রিয়া, প্রাপ্তি, দোলা, লোটাস, ইচ্ছা, অথৈ ও আলিফ।

সেমিফাইনাল রাউন্ড থেকে প্রতিটি পর্বে দেখা যাবে সাংস্কৃতিক অঙ্গণের আরও কিছু জনপ্রিয় মুখ। দেখা যাবে চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়িকা নিপুন, চিত্রনায়িকা পূর্নিমা, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, মডেল ও অভিনেত্রী অপি করিম, মডেল মেহজাবিন, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমসহ আরও অনেকে।

অনুষ্ঠানটির বৈচিত্রের প্রয়োজনে দেশীয় কোরিওগ্রাফারদের সাথে কাজ করবেন যুক্তরাষ্ট্র থেকে আগত ক্যাথলিন-সহ আন্তর্জাতিক মানের কোরিওগ্রাফাররা। আগামী ৬ মে তারিখ সেরা ৭ প্রতিযোগী নিয়ে ‘ম্যাঙ্গোলী-চ্যানেল আই সেরা নাচিয়ে-২০১৫ এর মহাউৎসব হবার সম্ভাবনা রয়েছে।

ম্যাঙ্গোলী-চ্যানেল আই সেরা নাচিয়ে-২০১৫ এর প্রকল্প অধিকর্তা ইবনে হাসান খান। প্রধান বিচারক- মুনমুন আহমেদ, ফেরদৌস আহমেদ ও মেহের আফরোজ শাওন। উপস্থাপনায় মীম চৌধুরী। অনুষ্ঠানটি চ্যানেল আই’তে প্রচারিত হয় প্রতি শুক্রবার ও মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিট।

এলএ