রমজানে আসছে আনিসুরের কণ্ঠে ‘তিন টুকরো কাপড়’
ছোটবেলা থেকেই বিভিন্ন অনুষ্ঠানে গান গাইলেও ২০১৪ সালে শিল্পী আনিসুর রহমানের প্রতিভার বিকাশ ঘটে ইসলামিক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।
মূলত আনিসুর রহমান একজন নাশিদ শিল্পী ও সাউন্ড ইঞ্জিনিয়ার। নিজের লেখা এবং কম্পোজিশন করা বেশ কয়েকটি গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন।
আরও পড়ুন: সুলতান-বৃষ্টির কণ্ঠে জুবায়ের চৌধুরীর ‘রাঙা পরী’
আসছে পবিত্র রমজানে প্রকাশ পাবে রবিউল ইসলাম জীবনের কথায় মনকাড়া আয়োজন ‘তিন টুকরো কাপড়’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপশি এর সংগীতায়োজন করেছেন আনিসুর রহমান।
আরও পড়ুন: গান গেয়ে জাবি মাতালেন অঞ্জন দত্ত
এ পর্যন্ত তার নিজের লেখা ও কম্পোজিশনে বেশকিছু গান ব্যাপক সুনাম অর্জন করেছে। তার কণ্ঠে প্রকাশিত গানগুলো হলো- ‘মালিক তুমি’, ‘মাটির ঘর’, ‘হে খোদা দয়াময়’, ‘আকুতি’, ‘নবীর রওজা শরীফ’, ‘এই সুন্দর ফুল সুন্দর ফল’ ও ‘মিছে জীবন’। এছাড়াও দেশাত্ববোধক গান ‘আমি বাংলায় গান গাই’ গেয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন।
এমআই/এমএমএফ/এএসএম