আসছে অ্যাশেজের ‘অন্তঃসারশূন্য’
তরুণ প্রজন্মের কাছে ভীষণ জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’। এক যুগেরও বেশি সময় ধরে তাদের পথচলা। যদিও শূন্য দশকের মাঝামাঝি সময় থেকেই সংগীত নিয়ে চর্চা করে আসছিলেন ব্যান্ডটির সদস্যরা। ২০০৯ সালে আত্মপ্রকাশের পর এ পর্যন্ত বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছে এ ব্যান্ড।
এবার আসছে ব্যান্ডটির দ্বিতীয় অ্যালবাম। এর নাম ‘অন্তঃসারশূন্য’। আগামী ১০ মার্চ অ্যালবামটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন এই ব্যান্ডের ভোকালিস্ট জনপ্রিয় গায়ক জুনায়েদ ইভান।
আরও পড়ুন: প্রবাসীদের জন্য সাব্বির নাসিরের ‘নাইয়া’
তিনি জানিয়েছেন, ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হবে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টটিউটের কনভেনশন হলে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রোতাদের কথা চিন্তা করেই অ্যালবামের গানগুলো সাজানো হয়েছে। আমার বিশ্বাস গানগুলো শুনে শ্রোতারা নিরাশ হবেন না।’
জানা গেছে, ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামে থাকছে মোট সাতটি গান। আগে প্রকাশ পাওয়া ‘নিজের জন্য’, ‘আমি বদলে যাব’, ‘উড়ে যাওয়া পাখির চোখে’ গানগুলো ছাড়াও এতে যুক্ত হবে নতুন কিছু গান।
আরও পড়ুন: চাকরিতে যোগ দিয়েছেন গায়ক আসিফ
উল্লেখ্য, ২০১০ সালে ‘দ্য ৬৯’ অ্যালবামে অ্যাশেজের ‘হীন’ ও ২০১২ সালে মিক্সড অ্যালবাম ‘হাতিয়ার’-এ ছিল ‘পবিত্র পাপ’ গানটি। এরপর প্রথম একক অ্যালবাম ‘ছারপোকা’ দিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু ব্যান্ডটির।
এমআই/এমএমএফ/এএসএম