প্রথম সিনেমা মুক্তির আগেই নির্মাতার মৃত্যু
ক্যারিয়ারের প্রথম সিনেমা মুক্তির আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন দক্ষিণী সিনেমার নির্মাতা জোসেফ মনু জেমস। মাত্র ৩১ বছর বয়সে নিভে গেল তার জীবন প্রদীপ। জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কেরালার এই তরুণ নির্মাতা মারা যান।
আরও পড়ুন: চলে গেলেন দক্ষিণী সিনেমার নির্মাতা এস কে ভগবান
মনুর নির্মিত প্রথম সিনেমার নাম ‘ন্যান্সি রানি’। এতে অভিনয় করেছেন অহনা কৃষ্ণা এবং অর্জুন অশোকন। শিগগির মুক্তি পাওয়ার কথা ছিল সেই সিনেমাটির। তার আগেই নির্মাতার এই অকালমৃত্যুতে শোকাহত সিনেমার তারকারা।
আরও পড়ুন: মৃত্যুর আগে যা করছিলেন বলিউড তারকা শ্রীদেবী
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটির একেবারে শেষ পর্যায়ের কাজ চলছিল। তবে তার আগেই বদলে গেল দৃশ্যপট। পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিনেমার তারকারা। বিষাদে ভরেছে সবার মন।কোট্টায়ামের কুরাভিলাঙ্গাদের একটি গির্জায় তার শেষকৃত্যের আয়োজন করা হয়।
আরও পড়ুন: চলে গেলেন ‘আলিফ লায়লা’র সিন্দাবাদ চরিত্রের শাহনেওয়াজ
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেন জোসেফ মনু। ‘আই অ্যাম কিউরিয়াস’ সিনেমায় প্রথম আত্মপ্রকাশ করেন তিনি। তারপর কন্নড় ও মালয়ালম সিনেমায় দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। কিন্তু নিজের নির্মিত সিনেমা দেখে যেতে পারলেন না জোসেফ মনু।
View this post on Instagram
এমএমএফ/এমএস