ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থাপনায় সাদিয়া রশ্নি সূচনা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৮ জানুয়ারি ২০২৩

দেশে উপস্থাপনার আঙিনায় আলোচিত নবাগত মুখ সাদিয়া রশ্নি সূচনা। টেলিভিশনে উপস্থাপনার পাশাপাশি সাংস্কৃতিক ও করপোরেট ইভেন্ট উপস্থাপনায়ও আস্থা অর্জন করেছেন সূচনা।

একটা সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখতে আসতেন তিনি। উৎসবমুখর পরিবেশে দেশ-বিদেশের কলাকুশলীদের উপস্থিতিতে তাদেরই সিনেমা দেখার চমৎকার সুযোগটি মিস করতে চাইতেন না। সেই উৎসবের গত বছর প্রথম অফিসিয়াল হোস্ট হিসেবে কাজের সুযোগ পান বর্তমান সময়ের তরুণ উপস্থাপক সাদিয়া রশ্নি সূচনা।

গত বছরের ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো সিনেমা জগতের সম্মানজনক এই মঞ্চে উপস্থাপক হিসেবে দাঁড়াবেন সূচনা। এ বিষয়ে সূচনা বলেন, ‘বছরে একবারই এই বিশাল আয়োজন হয়। সবাই অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। পুরো আয়োজনে আমার সামনে থাকবেন দেশ-বিদেশের অসংখ্য সিনেমাপ্রেমী। বিষয়টি নিঃসন্দেহে আনন্দের, অনেকটা স্বপ্নের মতো।’

সূচনা তার ক্যারিয়ারের গল্প বলতে গিয়ে জানান, ২০২০ সালে একটি টিভি অনুষ্ঠানে ‘চায়না বাংলাদেশ ইয়ুথ ক্যাম্প’র অনুভূতির কথা অতিথি হয়ে জানাতে এসে সেই অনুষ্ঠানেই উপস্থাপক হওয়ার প্রস্তাব পান সূচনা। সেসময় গ্রাজুয়েশন শেষ না হওয়ায় কিছুদিন সময় নেন।

অতঃপর গত বছরের মার্চে সেই অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে যুক্ত হন। গেস্ট থেকে হোস্ট হওয়া সূচনা পরে উপস্থাপক হিসেবে নিজের পরিচয় গড়তে খুব বেশি সময় নেননি। স্পষ্ট উচ্চারণ, নান্দনিক পরিবেশনা ও পরিশ্রম দিয়ে সদর্পে এগিয়ে চলেছেন।

এ বছর ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছেন ওপার বাংলার গুণী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও শ্রীলেখা মিত্র। দেশ-বিদেশের অন্য সিনেমাপ্রেমীদের সাথে তাদের উপস্থিতি এই আয়োজনে ভিন্নমাত্রা যোগ করবে বলে মনে করেন উপস্থাপিকা সূচনা।

এমআই/এমএমএফ/জেআইএম

আরও পড়ুন