ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এফডিসিতে চলছে পরিচালক সমিতির নির্বাচন

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:১১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এই সমিতির ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচন আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) এফডিসিতে অনুষ্ঠিত হচ্ছে। সকাল দশটা থেকে ভোট শুরু হয়েছে শেষ হবে বিকেল পাঁচটায়। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৮৮ জন। প্রথমে শোনা গিয়েছিল তিনটি প্যানেলের কথা, কিন্তু নির্বাচনে অংশ নিয়েছেন কাজী হায়াৎ-শাহীন সুমন ও মুশফিকুর রহমান গুলজার-জাকির হোসেন রাজু। এই দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ১৯ সদস্যের কমিটির বিপরীতে ৪১টি প্রার্থী নির্বাচন করছেন।

এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু। তার সঙ্গে কমিশনার হিসেবে রয়েছেন পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম।

এমআই/এমএমএফ/এমএস

আরও পড়ুন