সংগীতে বিশ্ব মাতাচ্ছেন বাংলাদেশের পারভেজ সৈয়দ
সংগীতে বিশ্ব মাতাচ্ছেন অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশের মিউজিশিয়ান-কম্পোজার-গায়ক পারভেজ সৈয়দ। নিজের সুরের জাদুতে মুগ্ধ করছেন পৃথিবীর সবপ্রান্তের শ্রোতা-দর্শকদের। কিন্তু সেই খবর বাংলাদেশের ক’জনইবা জানেন বা রেখেছেন! এরই মধ্যে বাংলাদেশী অস্ট্রিয়ান মিউজিশিয়ান হিসেবে বিশ্বসংগীতে ব্যাপক সুনাম কুড়িয়েছেন পারভেজ। ১০ বছর ধরে তিনি অস্ট্রিয়ান জনপ্রিয় র্যাগি ব্যান্ড ‘হাউজ অব রিদিম’-এর অন্যতম সদস্য হিসেবে কাজ করছেন। কিবোর্ড বাজনোর পাশাপাশি ব্যান্ডের গানও কম্পোজ করে থাকেন তিনি। এরই মধ্যে ‘হাউজ অব রিদিম’ একাধিক ওয়ার্ল্ড ট্যুরে দর্শক মাতিয়েছে। শুধু তাই নয়, এই ব্যান্ডের হয়ে এরই মধ্যে বাংলা গানও প্রকাশ করেছেন পারভেজ। বাংলাকে বুকে ধারণ করে সেই গান অবার গেয়েছেন বিভিন্ন দেশের শোতে। সংগীতের মধ্য দিয়ে বাংলা ভাষা ও বাংলাদেশকে বিশ্বদরবারে পরিচিত করবার জন্য কাজ করে যাচ্ছেন পারভেজ সৈয়দ।
প্রতিভাবান মিউজিশিয়ান পারভেজ সৈয়দের জন্ম ঢাকার আজিমপুরে। পরিবার একটু রক্ষণশীল হলেও সংগীতের প্রতি ছোটবেলা থেকেই ভালবাসা তৈরি হয় তার। ১৯৮২ সালে গিটার দিয়ে পারভেজ সৈয়দের সংগীত জীবনের যাত্রা। পরবর্তী সময়ে বাংলাদেশী একটি ব্যান্ডে ড্রামার ও ভোকালিস্ট হিসেবে পারফরম করেছেন। কিন্তু ৮ বছর দেশীয় সংগীতে কাজ করার পর ১৯৯০ সালে পড়াশোনার জন্য অস্ট্রিয়ার ভিয়েনায় পাড়ি জমান তিনি। সেখানে গিয়েও সংগীতের টানে নতুন করে ক্যারিয়ার শুরু করেন। সেখানে তিনি অস্ট্রিয়ান গ্রুপ ‘ব্লাক এনজেলস’-এ ড্রামার হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে অস্ট্রিয়ার আন্তর্জাতিক ব্যান্ড ‘চিসভাইভস’ এবং ‘ডাবল ইস্টান্ডার্ড’-এ ড্রামার হিসেবে যোগ দেন। এরপর শ্রীলংকার জনপ্রিয় ব্যান্ড ‘জ্যায়েশ্রী’ এবং ‘র্যাস এন্ড রুটস’সহ বেশ ক’টি ব্যান্ডে কিবোর্ডিস্ট হিসেবে কাজ করেন। এসব ব্যান্ডের হয়ে অনেক গান কম্পোজও করেন তিনি। ২০০৩ সালে বিভিন্ন দেশ থেকে আসা ৭৭টি ব্যান্ডের প্রতিযোগিতায় ‘জ্যায়েশ্রী’ ব্যান্ডটি অ্যাওয়ার্ড পায়। এই ব্যান্ডের সদস্যদের কাছে তিনি ‘কিং পারভেজ’ কিংবা ‘ডাব মাস্টার’ নামেই পরিচিত। ২০০৫ সালে তিনি ইউরোপের র্যাগি ব্যান্ড ‘হাউজ অব রিদিম’-এর কিবোর্ডিস্ট ও কম্পোজার হিসেবে যোগ দেন। পারভেজ সৈয়দ হাউজ অব রিদিমকে নিয়ে ইউরোপ আমেরিকায় বিখ্যাত সংগীত শিল্পী এনথনি বি, আই জে ম্যান লেভাই, এভারটন ব্রেনডার, ফ্যান্টন মোজাহ, লুতান ফাইয়াহ, ন্যাটি কিং, এলিজাহ প্রফেটসহ জনপ্রিয় তারকাদের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশে লাইভ কনসার্টে মিউজিক ব্যাকিং দিয়ে আসছেন। এসব তারকার কাছে কিবোর্ডিস্ট হিসেবে বেশ জনপ্রিয় পারভেজ সৈয়দ। ‘হাউজ অব রিদিম’-এর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিজেদের কম্পোজিশনে একাধিক অ্যালবাম প্রকাশ পেয়েছে।
অস্ট্রিয়া থেকে পারভেজের সুর-সংগীতে ‘পারভেজ বাংলায় ভাব’ নামে বাংলা গানের অ্যালাবাম প্রকাশ পায়। এতে তিনি ছাড়াও কণ্ঠ দিয়েছেন ন্যাটি কিং ও মারলিন জনসন। অস্ট্রিয়ান এবং কানাডিয়ান বিভিন্ন রেডিওতে পারভেজের বাংলা গান নিয়মিত প্রচার হয়ে থাকে। তিনি বাংলা ভাষাকে ইউরোপিয়ানদের কাছে পরিচিতি করার জন্য তার গাওয়া বাংলা গানগুলো ‘হাউজ অব রিদিম’কে সঙ্গে নিয়ে সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়াসহ বিভিন্ন দেশের লাইভ কনসার্টে পারফর্ম করেছেন। বর্তমানে নিজের সুর-সংগীতে বাংলা ভাষার আরও একটি অ্যালবাম অস্ট্রিয়া ও বাংলাদেশে একসঙ্গে প্রকাশ করার প্রক্রিয়া চলছে। নিজের ক্যারিয়ার, বাংলা গান ও বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে অস্ট্রিয়া থেকে পারভেজ সৈয়দ জানান, এখন মূলত ‘হাউজ আব রিদিম’কে ঘিরেই আমার সব স্বপ্ন। এই ইউরোপিয়ান বিখ্যাত র্যাগি ব্যান্ডের হয়ে কাজ করায় বেশ গর্ববোধ করি। তার চেয়ে বেশি গর্ববোধ করি একজন বাংলাদেশী হিসেবে। এ কারণেই আমার বাংলা গানের মিশন অব্যাহত রয়েছে। আমি যখন বিভিন্ন দেশে আমার করা বাংলা গানগুলো পারফর্ম করি, শ্রোতা-দর্শক প্রাণভরে তা উপভোগ করেন। আমি যে অবস্থাতেই থাকি না কেন, বাংলাদেশী হিসেবে বাংলা গানকেই সব সময় বিশ্বদরবারে আরও পরিচিত করতে চাই। আমার দেশের মানুষদের সহযোগিতা চাই। দোয়া করবেন আমার জন্য।