ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বিশ্বব্যাপী ৭৫০টি অনলাইনে বাপ্পার গান

প্রকাশিত: ০২:২৪ পিএম, ১৬ জুলাই ২০১৪

রাজধানীর একটি রেস্টুরেন্টে বাপ্পা মজুমদারের দশম একক অ্যালবাম ‘জানি না কোন মন্তরে’র মোড়ক উন্মোচন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। নতুন এ অ্যালবামটি সিডি আকারে প্রকাশিত হওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী অন্তত ৭৫০টি অনলাইনে শোনা যাবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব শংকর সাঁওজাল, সংগীত পরিচালক পার্থ মজুমদার, অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান জিরোনা বাংলাদেশ (প্রা.) লিমিটেড ও এমকে গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান, সংগীত শিল্পী কণা ও কোনাল এবং অ্যালবামের গীতিকার ও কলাকুশলীরা।

অনুষ্ঠানে বাপ্পা বলেন, ‘আমি সব সময়ই অ্যাকুস্টিকে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এবারও তাই করেছি। সুরের ক্ষেত্রে মেলোডিকে প্রাধান্য দিয়েছি। গানের কথায়ও রয়েছে কাব্যময়তা। আশা করি, গানগুলো শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবে।’

অতিথিরা বলেন, ‘বাপ্পা বাংলাদেশের একজন কৃতী সন্তান। সে সুস্থধারার সংগীতে ব্যাপক ভূমিকা রাখছে। তার দশম অ্যালবাম প্রকাশের মাহেন্দ্রক্ষণে অভিনন্দিত করতে চাই।’

অ্যালবামে ১১টি গান ও একটি ইনস্ট্রুমেন্টাল রয়েছে। গানগুলোর সুর ও সংগীত করেছেন বাপ্পা মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন কণ্ঠশিল্পী ও উপস্থাপিকা এলিটা করিম।