ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ইকবাল খন্দকারের ‘গান আলাপন’ অনুষ্ঠানে নোলক-রন্টি

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৫ ডিসেম্বর ২০২২

বিজয়ের মাস উপলক্ষে বিশেষভাবে সাজানো হয়েছে বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত এই অনুষ্ঠানের বিশেষ এই পর্বে অতিথি হয়ে এসেছেন নোলক বাবু এবং রন্টি দাস। তারা কথা বলেছেন নিজেদের গাওয়া কিছু দেশাত্মবোধক গান এবং গানগুলোর ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে।

বিশেষ করে তারা প্রকাশ করেছেন গানগুলো তৈরি ও ভিডিওগুলো নির্মাণের পেছনের গল্প। আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেইসব ভিডিওর সম্প্রচার। লুৎফর রহমান রবিনের প্রযোজনায় ‘গান আলাপন’র এই পর্বটি বিটিভিতে প্রচার হবে আগামীকাল (মঙ্গলবার) বেলা ১১টা ২৫ মিনিটে।

অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আগে ভিডিওর ক্ষেত্রে কেবল আধুনিক গানকেই প্রাধান্য দেওয়া হতো। এখন দেশাত্মবোধক গানেরও চমৎকার সব ভিডিও হচ্ছে। সেইসব গান নিয়েই নির্মিত হয়েছে আমাদের এবারের পর্ব। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

অন্যদিকে প্রযোজক লুৎফর রহমান রবিন বলেন, ‘বিটিভিতে সংগীতবিষয়ক নানারকম অনুষ্ঠান প্রচার হয়। তবে মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান এর আগে কখনোই হয়নি। তাই এরই মধ্যে অনুষ্ঠানটি দর্শকের পছন্দের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। আশা করছি দেশাত্মবোধক গান নিয়ে বিজয় দিবসের আবহে নির্মিত এই পর্বটিও তারা দারুণভাবে উপভোগ করবেন।

এমআই/এমএমএফ/এএসএম

আরও পড়ুন