ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আসছে গীতিকার ফখরুল হাসানের ‘তোর আকাশে উড়ার আগে’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০৩ ডিসেম্বর ২০২২

এবার গীতিকার হিসেবে নাম লেখালেন কবি, কথাসাহিত্যিক ফখরুল হাসান। তার লেখা প্রথম গান ‘তোর আকাশে উড়ার আগে’ প্রকাশ হচ্ছে রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায়। লায়নিক মিউজিক চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

‘তোর আকাশে উড়ার আগে’ গানটির সুর করেছেন কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক এবং গেয়েছেন কামরুজ্জামান রাব্বি।

এই বিষয়ে গানের গীতিকার ফখরুল হাসান জাগো নিউজকে বলেন, আমি কবিতার মানুষ কবিতাচর্চা করাই আমার ধ্যান-জ্ঞান। বড় ছেলে সোহান হাসানের উৎসাহে কিছু গান লিখেছি। প্রকাশ হবে বা কেউ গাইবে এমন চিন্তা কখনো করিনি। একরাতে কবি, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী অতনু তিয়াসকে গানটি দেখাই। তিনি প্রশংসা করেন। তারপর কথা প্রসঙ্গে কবি ও সাংবাদিক খান মুহাম্মদ রুমেলকে লিরিকটি দেখাই তিনি বলেন আপনার গানটি প্রকাশ করা উচিত।’

তিনি আরও বলেন, কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক লিরিক দেখে সুর করার সিদ্ধান্ত নেন। তারপর গানটি লায়নিক মিউজিক পছন্দ করে। এভাবেই প্রথম গানের আত্মপ্রকাশ। আশা করি রোমান্টিক ধারার ফোক গানটি শ্রোতারা পছন্দ করবেন।

‘তোর আকাশে উড়ার আগে’ গানটি সম্পর্কে মাসুদ পথিক বলেন, গানের লিরিকটা আমার খুব ভালো লেগেছে বলেই গানটির সুর করতে উদ্বুদ্ধ হয়েছি। তাছাড়া কবি ফখরুল হাসানেরও লেখা প্রথম লিরিক্স। আমি পেশাদার সুরকার নই, শখের বসে নিজের লেখা কিছু গান সুর করে থাকি, এই গানের কথাগুলো খুবই ভালো লেগেছে। প্রথম নিজের লেখা গানের বাহিরে সুর করলাম। গানটি শিল্পী কামরুজ্জামান রাব্বির কণ্ঠে শুনে মুগ্ধ হয়েছি। ফলে আমি মনে করি গানটি দর্শক নন্দিত হবেই।’

শিল্পী কামরুজ্জামান রাব্বি জাগো নিউজকে বলেন, ‘তোর আকাশে উড়ার আগে’ শিরোনামে আমার গাওয়া গানটি শ্রোতাদের মন জয় করবে বলে আমার বিশ্বাস। এই গানটি শ্রোতারা পছন্দ করবেন, কারণ কামরুজ্জামান রাব্বির গান শুনেন যারা, তারা একটু হলেও ভিন্নরকম টেস্ট পাবেন। আমার কাছে মনে হয়েছে গতানুগতিক গানের থেকে নিঃসন্দেহে একটু আলাদা।

তিনি আরও বলেন, আরও একটা ব্যাপার- গানটার সংগীত আয়োজন করেছেন খুবই কাছের ছোট ভাই রাজ হৃদয়। সবকিছু মিলিয়ে এই গানটি আমার কাছে অসাধারণ হয়েছে। গানের ভিডিও করেছেন লায়নিক মিউজিক।’

এমএমএফ/জেআইএম

আরও পড়ুন