‘হাওয়া সিনেমার ব্যবসায় আমরা সন্তুষ্ট’
গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনী ১০০তম দিন স্পর্শ করেছে আজ (৫ নভেম্বর)। এ উপলক্ষে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আজ সকালে রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’ বিশেষ প্রদর্শনী আয়োজন করে।
হাওয়া সিনেমাটির পরিচালক মেজবাউর রহমান সুমনসহ প্রধান চরিত্রের অভিনেতা চঞ্চল চৌধুরী, নাজিফা তুষিসহ অনেকেই উপস্থিত ছিলেন বিশেষ এই প্রদর্শনীতে।
এই সময় সিনেমাটির নির্বাহী প্রযোজক অজয় কুণ্ডুকে সাংবাদিকরা ‘হাওয়া কেমন ব্যবসা করল, জানতে চাইলে অজয় তিনি সাংবাদিকদের বলেন, ‘হাওয়া সিনেমার ব্যবসায় আমরা সন্তুষ্ট। তার চেয়ে বড় বিষয় হলো, সিনেমাটি এখন জাতীয় সম্পদ। এর চেয়ে বড় কিছু হতে পারে না।’
নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘হাওয়া মুক্তির প্রথম দিন থেকে টিকিটের অনেক চাপ ছিল। আমরা সবাই মিলে সিনেমাটি দেখতে পারছিলাম না। এটা একদিকে আনন্দের, অন্যদিকে বিব্রতকরও।’
তিনি আরও বলেন, ‘সব কলাকুশলী, দর্শক ও সাংবাদিকদের ধন্যবাদ। সিনেমা এর পরেও নিশ্চয়ই বানাব। কিন্তু প্রথম সিনেমার আবেগ অন্যরকম।’
এমআই/এমএমএফ/এএসএম