ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বাসন্তী সাজে প্রিয়তি

প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

মিস আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তি দারুণ সময় কাটাচ্ছেন নিজের দেশ বাংলাদেশে। ব্যক্তিগত এবং সামাজিক কিছু কাজের প্রয়োজনে তিনি দশ দিনের সফরে ঢাকায় এসেছেন।

তারই ফাঁকে খানিক অবসরে আজ শনিবার পহেলা ফাল্গুনে সাজলেন চিরচেনা বাঙালি ললনার বাসন্তী সাজে। হলুদ শাড়ি, লাল ব্লাউজে মাথায় হলদে ফুলের খোপায় প্রিয়তি যেন হলুদ রাজ্যের রাজকুমারী।

জানালেন, ‘এই প্রথমবারের মতো বাংলাদেশে বসন্ত উৎসবে অংশ নিলাম। যখন ছোট ছিলাম তখন বসন্ত এভাবে আসেনি। বুঝতাম না। আর যখন বুঝতে শিখেছিলিাম তখন থেকে তো আয়ারল্যান্ডেরই বাসিন্দা।’

প্রিয়তি আরো বলেন, ‘খুব ভালো লাগছে বাসন্তী সাজে সেজেছি বলে। এ অন্যরকম এক অনুভূতি। নিজের দেশের সবকিছুই অনন্য।’

Priyoti Large
তিনি আরো জানালেন, ক্যান্সারে আক্রান্ত শিশুদের সঙ্গে এবারের বসন্ত বরণ করছেন প্রিয়তি। রাজধানীর শান্তিনগরে ৩৫জন ক্যান্সার আক্রান্ত শিশুর সঙ্গে ফাল্গুনের পয়লা দিনটি কাটাচ্ছেন তিনি।

আসছে মহান একুশে ফেব্রুয়ারিতেও শহীদ মিনারে ফুল দিতে যাবেন। বসন্ত বরণ ও একুশের প্রভাতফেরী তার বাংলাদেশ সফরের পরিকল্পনায় ছিলো বলেই জানান প্রিয়তি।

গেল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আয়ারল্যান্ড থেকে ঢাকায় পৌঁছান এই আয়ারল্যান্ড সুন্দরী। তারপর থেকেই ব্যস্ত হয়ে পড়েন নিজের কর্মসূচি নিয়ে। এসেই দেখতে গিয়েছিলেন চিত্রনায়িকা দিতিকে। আড্ডা দিয়েছেন সাংবাদিকদের সঙ্গে। বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও নিজেকে যুক্ত করেছেন। এরই ফাঁকে ঋতুরাজ বসন্তকে ঘিরে ফটোশুটেও অংশ নিয়েছেন।

Priyotee
প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আয়ারল্যান্ডে বসবাস করছেন প্রিয়তি। সেখানে তিনি মডেলিং এর পাশাপাশি বৈমানিক হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন। কাজ করছেন ফ্লাইট ইন্সট্রাকটর হিসেবে। ২০১৪ সালে তিনি মিস আয়ারল্যান্ড নির্বাচিত হন। এরপর গেলো বছর ‘মিস আর্থ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার সম্মান অর্জন করেন।

এলএ/আরআইপি