ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সাফল্যের খোঁজে তন্ময়

প্রকাশিত: ০৭:০৬ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

সময়ের আলোচিত ও সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রীদের মধ্যে উঠে আসা নামগুলোর মধ্যে অন্যতম সানজিদা তন্ময়। রূপের মোহনীয়তা, লাস্যময়ীর চোরা হাসি আর মন ভুলানো গ্ল্যামার দিয়ে তিনি বাজিমাত করেছিলেন ২০১১ সালে ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতা। তারপর থেকেই নিয়মিতই তিনি ব্যস্ত হয়ে উঠেছেন মডেলিং-নাটক আর চলচ্চিত্রে।

বর্তমানে তন্ময় কাজ করছেন বন্ধন বিশ্বাস পরিচালিত ‌‘শূন্য’তে। এটি তার চতুর্থ চলচ্চিত্র। এখানে আরো অভিনয় করছেন ওমর সানি, রেসি, তুরাজ খানসহ অনেকেই। এছাড়াও অভিনয় করেছেন ‘শেষ চুম্বন’-ছবিতে। মুনতাহিদ লিটনের পরিচালনায় এ ছবিটিতে তন্ময়ের নায়ক হিসেবে কাজ করছেন নবাগত সাগর আহমেদ।

এ ছবির পাশাপাশি তন্ময়কে দেখা যাবে সাইফ চন্দনের ‘টার্গেট’ ছবিতেও। ছবিটি দৃশ্যধারণের কাজ প্রায় শেষের দিকে। সবকিছু গুছিয়ে চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি- এমনটাই জানালেন এই তরুণ তুর্কী। আর এই ছবিটি নিয়ে বেশ আশাবাদী তিনি। তার ভাষ্য, ‘টার্গেট ছবিটি থ্রিলার ধর্মী। ছবিটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। এটিই হতে পারে আমার ক্যারয়িারের টার্নিং পয়েন্ট।’

Tonmoy
তবে তন্ময় তার অভিনয়ের জাত চিনিয়েছেন শহীদুজ্জামান সেলিমের বিপরীতে ‘বাপজানের বায়েস্কোপ’ ছবিতে। ছবিটি মুক্তি পায় গেল বছরের শেষ সময়ে। এটি তার প্রথম চুক্তিবদ্ধ হওয়া এবং মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। তরুণ নাট্যনির্মাতা ও চলচ্চিত্রনির্মাতা রিয়াজুল রিজুর পরিচালনায় এ ছবিটিতে নিজের অভিনয় দিয়ে দর্শকদের বিমোহিত করেছেন তন্ময়। তবে কোনো এক অজানা কারণে ছবিটি হল থেকে নামিয়ে দেয়া হয়েছিল মুক্তির পর দিনই। এ নিয়ে কম জল ঘোলা হয়নি চলচ্চিত্রপাড়ায়। ক্ষোভ জানিয়েছিলেন অনেকেই।

Tonmoy
তেমনি ক্ষোভ প্রকাশ করে ছবির নায়িকা তন্ময় বলেন, ‘আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে প্রচুর রাজনীতি হয়। অবশ্য এগুলো আগেও ছিল। তবে এত নোংরামো হয়নি। দিন দিন এই জায়গাটাতে মানুষ শ্রদ্ধা হারাচ্ছে, কাজ করে সফল হবার স্বপ্ন হারাচ্ছে। আমি একজন অভিনেত্রী। এসব নিয়ে কিছু বলব না। কেবল এটুকু বলতে চাই- এই দেশে বস্তাপঁচা গল্পের ছবি কেউ না দেখলেও দিনের পর দিন হলে চলে। কিন্তু ‘বাপজানের বায়োস্কোপ’র মতো হৃদয় ছোঁয়া গল্পের ছবিগুলো অজানা কারণে হল থেকে নামিয়ে দেয়া হয়। সবাই বলছেন আমাদের ছবিটি ‘ব্যাড পলিটিক্স’র শিকার। এটা খুবই হতাশার সামগ্রিক চলচ্চিত্র শিল্পের জন্যই।’

Tonmoy 3
এতো গেলো চলচ্চিত্র, নাটকের খবর কী? প্রশ্নের জবাবে তন্ময় বললেন, ‘ওদিকের খবরও ভালো। আমার বেশ কয়েকটি সিরিয়াল প্রচারিত হচ্ছে। এরমধ্যে গোলাম সারোয়ার দুদুলের ‘পাল্টা হাওয়া’, সাজ্জাত সুমনের ‘নন স্টপ’, সুমন আনোয়ারের ‘স্বর্ণলতা’ ইত্যদি উল্লেখযোগ্য। সবগুলো নাটকই প্রচারিত হচ্ছে বাংলাভিশনে। এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে ‘গলির চিপার হ্যাডা’ নামের একটি কমেডি নাটকে কাজ করেছি।’

ভিট মডেল প্রতিযোগিতার পর তন্ময় প্রায় দু’বছর লাইমলাইটের বাইরে ছিলেন তন্ময়। কারণ পরিবার থেকে কড়া নিষেধ ছিল পড়ালেখা শেষ না করে মিডিয়াতে কাজ করা যাবে না। সেজন্য পরিবারের চাপে পড়ালেখার উদ্দেশ্যে গুছিয়ে উড়াল দেন অস্ট্রেলিয়াতে। সেখানের পাঠ চুকিয়ে ফিরে আসেন দেশে। কিছুদিন পর ‘জয়িতা’ সিরিয়ালে কাজ শুরু করেন। শোবিজে তন্ময়ের শুরুটা ওখান থেকেই। এরপর থেকেই ছুটছেন সফল অভিনেত্রী হবার প্রতিযোগিতায়।

Tonmoy 4
অবসরপ্রাপ্ত এলজিআরডি ইঞ্জিনিয়ার বাবার একমাত্র মেয়ে তন্ময় রক্ষণশীল পরিবারের আবহেই ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন। পরিবার থেকে শোবিজের কোনো ধরণের কাজের উৎসাহটা না পেয়েও হতাশ হননি। বরং উৎসাহের ক্ষেত্রটা তৈরি করেছেন নিজের থেকেই। কারণ হিসেবে বললেন, ‘আমার পরিবারের কেউই মিডিয়া সংশ্লিষ্ট নন। ক্যারিয়ারের প্রথমে পরিবারের কেউ বিষয়টা সহজভাবে নেয়নি। সবাই ভ্রু-কুঁচকাতো। কিন্তু এখন তারা আমার কাজে বেশ খুশি।’

সম্প্রতি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করা এই লাস্যময়ীর ইচ্ছে একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। গল্প আর চরিত্রের প্রয়োজনে একজন অভিনেত্রী হিসেবে সব কিছুই মানিয়ে নেয়ার অভ্যেস আছে তন্ময়ের। তাই পর্দার শ্রেণীবিভেদ নয়, চলচ্চিত্রের ধারার পার্থক্যে নয়-তন্ময় চান অভিনয়ের আঙ্গিনায় নিজের নামটি অম্লান করে রাখতে। সেই লক্ষ্য নিয়েই পথ চলছেন তিনি। কোনো তাড়াহুরো নেই। বিশ্বাস করেন, পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। তন্ময়ের জন্য শুভকামনা।

এনই/এলএ