ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আলিয়ঁস ফ্রঁসেজে বিশ্বচলচ্চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ১১:৫২ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি এবং রেনোয়ার ফিল্মস সোসাইটির যৌথ উদ্যোগে ধানমন্ডির অঁলিয়স ফ্রঁসেজে শুরু হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত ধ্রুপদী চলচ্চিত্র প্রদর্শনীর উৎসব। দুই দিনব্যাপী বিশ্বচলচ্চিত্র প্রদর্শনী চলবে ৮ ও ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

জানা গেছে, রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ফ্রান্সের পরিচালনাধীন অাঁলিয়স ফ্রঁসেজে প্রদর্শনী উৎসবটি আয়োজনে এই দুই ফিল্ম ক্লাবকে সহায়তা করছে বিশ্বের বিভিন্ন দেশের কালচারাল অ্যাম্বাসির অংশটি। প্রদর্শনী উৎসবে দুই দিনব্যাপী দেখানো হবে ফরাসি নির্মাতা ফ্রেড জিনেম্যান, হানি আবু আসাদ এবং জিয়াদ দৌয়েরির একাধিক সব ছবি।

তারমধ্যে ৮ ফেব্রুয়ারি সোমবার বিকাল চারটায় প্রদর্শন করা হবে জিয়াদ দৌয়েরের ছবি ‘দ্য অ্যাটাক’(২০১২)। ১০২ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটির পরই সন্ধ্যা ছ’টায় প্রদর্শন হবে ফিলিস্তিনি নির্মাতা হানি আবু আসাদের বিখ্যাত ছবি ‘প্যারাডাইজ নাও’(২০০৫)।

অন্যদিকে উৎসবের দ্বিতীয় ও শেষদিন বিকাল চারটায় প্রদর্শীত হবে ফ্রেড জেনিম্যানের ১৪৩ মিনিট দৈর্ঘ্যের ছবি ‘দ্য ডে অভ দ্য জ্যাকল’।  

এলএ