ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সামিয়ার উপস্থাপনায় ক্রিকেট ম্যানিয়া

প্রকাশিত: ০৭:৫৯ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

জিটিভিতে সরাসরি সম্প্রচারিত হচ্ছে ‘১৬ জাতি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৬’ এবং পাকিস্তান সুপার লীগ। প্রতিটি ম্যাচের শেষে  জিটিভি প্রচার করছে বিশেষ ক্রিকেট টক শো ফ্রেশ নিবেদিত ‘ক্রিকেট ম্যানিয়া’।

এটির উপস্থাপনা করছেন জনপ্রিয় টিভি উপস্থাপিকা সামিয়া আফরিন। এ অনুষ্ঠানে সাবেক ক্রিকেট তারকারা অংশ নিয়ে পর্যালোচনা করেন খেলার বিভিন্ন দিক নিয়ে। পাশাপাশি  ক্রিকেট নিয়ে তার স্মৃতিচারণও করেন। পাশাপাশি তারা শেয়ার করেন নিজেদের খেলার সময়কারের মজার মজার ঘটনা।

এ প্রসঙ্গে সামিয়া আফরিন বলেন, ‘উপস্থাপনা আমি বরাবরই উপোভোগ করি। আর ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপনা হলে তো কথাই নেই। তবে ক্রিকেটের অনুষ্ঠান খুব সতর্কতার সাথে উপস্থাপনা করতে হয়। কারণ পুরো অনুষ্ঠানটি তথ্য নির্ভর। তাই ভালোভাবে গবেষণা করে বসতে হয়। আমিও তাই করি। আশা করছি আমার অন্য অনুষ্ঠানগুলোর মতোই এটিও ভালো লাগবে সবার।’
 
অনন্ত জাহিদ, নজরুল ইসলাম খান ও সোহেল হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি ম্যাচের শেষে জিটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।

এলএ