ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

দুই মিউজিক ভিডিও নিয়ে আসছেন সাবরিনা আহমেদ

প্রকাশিত: ০৯:১৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

নতুন দুইটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা আহমেদ। গান দুটিতে সাবরিনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। `মনটা চিনচিন করে` শিরোনামের গানটির কথা লিখেছেন জাহিদ আকবর এবং সুর সংগীত করেছেন শুভ নিজেই।

অন্যদিকে, `মনের নাও` শিরোনামের আরেকটি গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর করেছেন কাজী শুভ।

জাগো নিউজকে সাবরিনা বলেন, `চলতি মাসেই মিউজিক ভিডিও দুটির কাজ শুরু হবে। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে গান দুটির মিউজিক ভিডিও নির্মাণ করবেন চন্দন রায় চৌধুরী।

তিনি আরো বলেন,  `এখনকার সময় দর্শক-শ্রোতারা যে ধরনের ভিডিও দেখতে চান সে আঙ্গিকেই নির্মিত হবে গান দুটি। আমার বিশ্বাস সবার কাছে মিউজিক ভিডিও দুটি ভালো লাগবে।`

এদিকে, সাবরিনা বর্তমানে টেলিভিশন লাইভ এবং বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ২০০৯ সালে তার প্রথম অ্যালবাম `জুয়েল ফিচারিং সাবরিনা` প্রকাশিত হয়। এই অ্যালবামের কথা, সুর-সংগীত পরিচালনা করেছিলেন এস আই টুটুল, ফুহাদ আল মুক্তাদির এবং জুয়েল। এরপর নানা কারণে সংগীত থেকে দূরে ছিলেন সাবরিনা। তবে সাবরিনা চাইছেন অচিরেই তিনি আবারো সংগীতে নিয়মিত হবেন।

এনই/এএইচ/আরআইপি