ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

‘অল্প সময়ে সালমান শাহর মতো কেউ জনপ্রিয় হতে পারেননি’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২

অল্প সময়ে সালমান শাহর মতো কেউ জনপ্রিয় হতে পারেননি বলে মন্তব্য করেছেন সর্বোচ্চসংখ্যক সিনেমার নির্মাতা বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

অমর নায়ক সালমান শাহর স্মৃতিচারণ করতে গিয়ে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘বাংলা সিনেমায় খুব অল্প সময়ে সালমান শাহ জনপ্রিয় হয়ে ওঠেন। তার মতো এত তাড়াতাড়ি কোনো হিরো জনপ্রিয় হতে পারেননি। সবাই তাকে পছন্দ করেছিলেন। মান্নাও জনপ্রিয় ছিলেন। কিন্তু তারও সময় লেগেছিল।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে সোমবার (৫ সেপ্টেম্বর) এফডিসিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

বর্ষীয়ান এ চলচ্চিত্র পরিচালক বলেন, সালমান শাহ বেঁচে থাকলে ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক লাভবান হতো। দর্শকরা আরও অনেক নতুন গল্পের ছবি পেতো। হয়তো সালমানের থেকে শাকিব খান বেশি নাম করেছেন। সময় পেয়েছেন বলে নাম করতে পেরেছেন। সালমান সময় পাননি। আল্লাহ তাকে নিয়ে গেছেন। তাই বলে আমি সালমানকে ছোট করছি না।’

ঢালিউডের অমর নায়ক সালমান শাহ। মৃত্যুর ২৬ বছর পরও তার অভিনীত সিনেমা সমানভাবে দর্শক-ভক্তদের কাছে প্রিয়। যাকে বলা হয় বাংলা সিনেমার ফ্যাশন আইকন। জীবদ্দশায় মাত্র ২৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৯৬ সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এ নায়ক।

‘অল্প সময়ে সালমান শাহর মতো কেউ জনপ্রিয় হতে পারেননি’

আজ তার ২৬তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী এলেই ঢালিউডপ্রেমীদের অন্তরে নামে দীর্ঘশ্বাস। করুণ এক মৃত্যু সালমানকে করেছে সবার কাছে অমর। নানাজন নানা স্মৃতিচারণে তাকে স্মরণ করেন।

১৯৯৪ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে সিনেমায় পথচলা শুরু করেন সালমান শাহ। মাত্র দুই বছরে প্রায় ২৭টি সিনেমায় অভিনয় করে আকাশছোঁয়া সাফল্য পেয়েছেন তিনি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এ নায়কের নিজগৃহ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই থেকে এদেশের চলচ্চিত্রে এক বেদনার নাম হয়ে আছেন সালমান শাহ। যার প্রতি ভালোবাসা যেন কভু শেষ হওয়ার নয়।

এমআই/এমএএইচ/জেআইএম