ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কণার `চাঁদের কণা`

প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

জনপ্রিয় সংগীত তারকা দিলশাদ নাহার কণা `চাঁদের কণা` শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি মূলত তৈরি হয়েছে ডিজে রাহাত উইথ স্টারস’ শিরোনামের একটি মিশ্র অ্যালবামের জন্য।

সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে। চাঁদের কণা’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন ও সুর করেছেন মীর মাসুম।

গান প্রসঙ্গে কণা বলেন, ‘ডিজে রাহাতের কাজ আমার খুব পছন্দের। এটিও তার অন্যবদ্য একটি কাজ। আর গানের কথার সঙ্গে নিজের নাম থাকটা মন্দ লাগছে না!’

কণা আরো জানালেন, `কিছুদিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিও তৈরি হবে। এরপর অনলাইন এবং বিভিন্ন টিভি চ্যানেলে প্রকাশ করা হবে এটি।`

এদিকে কণা বর্তমানে চলচ্চিত্রের গান এবং স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ মাসেই তার হাতে আরো কয়েকটা শো আছে। তিনি জানান, `৭ তারিখে বসুন্ধরা, ১২ তারিখে মিরপুর, ১৩ তারিখে বনানী, ১৯ তারিখে টিএসসিতে গাইবো।`

এনই/এএইচ/পিআর

আরও পড়ুন