ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ইসলামিক ভিডিও অ্যালবাম চলার পথে

প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

সংগীতভক্তদের অন্যরকম আনন্দ দিতে বাজারে এসেছে মুহাম্মদ বদরুজ্জামানের ভিডিও অ্যালবাম ‘চলার পথে’। আধ্যাত্মিক ধাঁচের এই গানটির অডিও ভার্সন ইতোমধ্যেই দর্শকদের হৃদয় কেড়েছে।

সে অনুপ্রেরণা নিয়েই এবার প্রকাশ হলো গানটির ভিডিও অ্যালবাম। এটি যৌথভাবে বাজারে এনেছে ই-মিউজিক ও ব্রাইট স্যলুশন মাল্টিমিডিয়া।

বাংলাদেশে বিগ বাজেটের ইসলামিক ভিডিও অ্যালবাম নেই বললেই চলে। যে কারণে ইসলামি সংগীতপ্রেমিদের মনে না পাওয়ার তৃঞ্চা রয়েছে। ‘চলার পথে’ অ্যালবামটি সেই তৃঞ্চা অনেকটাই মেটাবে বলে মনে করেন তরুণ শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। গানটির কথা ও সুর অন্যরকম আনন্দের সংগী করবে দর্শক-শ্রোতাদের।

গানটির সুর করেছেন বদরুজ্জামান নিজেই। লিখেছেন, কবি মহিম মাহফুজ। অনুপ্রেরণা জুগিয়েছেন কলরবের পরিচালক রশিদ আহমাদ ফেরদৌস ও ইমতিয়াজ মাসরুর। অ্যালবামটির পরিচালনায় ছিলেন এলান। গানটির কম্পোজিশন করেছন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী।

দর্শক শ্রোতারা অ্যালবামটিতে অন্যরকম আনন্দ পাবে বলেই মনে করছেন কলা কুশলীরা। হৃদয় কাড়বে ভিডিওটির অসাধারণ সব দৃশ্যকল্প।

মুহাম্মদ বদরুজ্জামান জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের সিনিয়র সহকারী পরিচালক। সংগীত গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুরও করেন তিনি।

দেখুন গানটির ভিডিও :

 

এমএমএস/এলএ/এমএস