ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কিছুটা সুস্থ হয়ে ঘরে ফিরেছেন সেলিম আশরাফ

প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

আগের চেয়ে শরীর অনেকটা ভালো। তাই চিকিৎসকরা তাকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দিয়েছেন জনপ্রিয় সুরকার সেলিম আশরাফকে। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এই সুরকারের পারিবারিক সূত্রে।

গেল ২৩ জানুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে সেদিন দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে রাজধানীর বনশ্রীর ফরায়যী হাসপাতালে ভর্তি করা হয়। এখান থেকে পরে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়।

তার শারীরীক পরিস্থিতির উন্নতির জন্য প্রয়োজনীয় চিকিৎসার খরচ নিজেদের সাধ্যের বাইরে চলে গেলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তার স্ত্রী কণ্ঠশিল্পী আলম আরা মিনু। সেই আহ্বানে সাড়া দিয়ে তার পাশে দাঁড়ান রুনা লায়লা, আলমগীর, তপন চৌধুরীসহ আরও অনেকেই। এরপর আস্তে আস্তে সুস্থ হতে থাকেন সেলিম আশরাফ। অবশেষে গতকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেন চিকিৎসকরা।

এ প্রসঙ্গে আলম আরা মিনু বলেন, ‘সবার দোয়া এবং সহযোগিতায় সেলিম আশরাফ অনেকটা মনের জোরে বাড়ি ফিরলেন। চিকিৎসকরা তাকে ৩ সপ্তাহের ছুটি দিয়েছেন। এখনও তিনি অনেক দুর্বল। একটু সুস্থ হোক, এরপর এনজিওগ্রামসহ আরও অনেক কিছু করাতে হবে। আমার অনিচ্ছাসত্ত্বেও তিনি বাড়ি ফিরলেন। আমি চেয়েছিলাম একেবারে সুস্থ করেই তাকে বাড়ি নিয়ে যাবো। কিন্তু সে ঘরে ফিরে যেতে চায়। সবাই তার জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, সেলিম আশরাফ  ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে, লক্ষ মুক্তিসেনা’সহ অসংখ্য জনপ্রিয় গানের সুরকার।

এলএ