ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পাঁচ দিনের জন্য আজ সকালের গান

প্রকাশিত: ০৮:০৪ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

প্রথমবারের মতো সপ্তাহে পাঁচ দিনে ৫ রকমের গান নিয়ে এটিএন বাংলায় ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সংগীতানুষ্ঠান ‘আজ সকালের গান’। অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে প্রচার হবে।

মূলত সংগীত প্রিয় দর্শকদের বিভিন্ন ধরণের গানের চাহিদার কথা মাথায় রেখেই প্রচার হবে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে থাকবে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোকগীতি, আধুনিক গান এবং উচ্চাঙ্গ সংগীত। প্রতিটি পর্বে একজন উপস্থাপক এবং একজন শিল্পী ও যন্ত্রশিল্পীরা অংশগ্রহণ করবেন এ অনুষ্ঠানে। একেক দিন একেক ধরনের গান দিয়ে সাজানো হবে অনুষ্ঠানের পর্বগুলো। উপস্থাপকের সঙ্গে আলাপচারিতার ফাঁকে শিল্পী জনপ্রিয় এবং তার পছন্দের গানগুলো পরিবেশন করবেন।

প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুন প্রতিশ্রুতিশীল শিল্পীদেরও উপস্থাপন করা হবে এখানে।

অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে থাকবেন ফেরদৌস আরা বন্যা, জুয়েল মোর্শেদ ও স্বপ্নীল সজীব। অনুষ্ঠানগুলো যৌথভাবে পরিচালনা করবেন সেলিম দৌলা খান, রুমানা আফরোজ, লানা খান ও নন্দিনী ইসলাম।   

এলএ