মুক্তির অনুমতি পেতে সেন্সরের টেবিলে ‘দামাল’
মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘দামাল’। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি। মুক্তির অনুমতির আশায় এটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করছে সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক।
তিনি বলেন, ‘আজ ৩১ জুলাই ‘দামাল’ সেন্সর বোর্ডে জমা পড়েছে। শিডিউলমতো সিনেমাটি দেখা হবে। সব ঠিক থাকলে আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পাবে।’
ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন মিম, শরীফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।
জানা গেছে, ‘দামাল’ সিনেমায় সব মিলিয়ে পাঁচ শতাধিক শিল্পী কাজ করেছেন।
এদিকে রায়হান রাফির ‘নূর’ সিনেমাটি সেন্সরে আটকে আছে। অসম্পূর্ণ ছবি হিসেবে জমা পড়ায় এতে বেশ কিছু সংশোধন আনার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।
এমআই/এলএ/জিকেএস