ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সোনারগাঁয়ে বাংলার মহানায়ক

প্রকাশিত: ০৯:৩০ এএম, ২৮ জানুয়ারি ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত হতে যাচ্ছে মাসব্যাপী লোকজ উৎসব। আগামীকাল শুক্রবার (২৯ জানুয়ারি) মঞ্চায়ন হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সংগ্রামী জীবনভিত্তিক যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’।

বিশিষ্ট যাত্রানট মিলন কান্তি-দে’র রচনা ও নির্দেশনায় পালাটি মঞ্চায়ন করবে দেশ অপেরা।
সেখানে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে শেখ মুজিবকে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহব্বায়ক তোফাফেল আহমেদ ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করার গল্প দেখানো হবে।

১৯৭১ এর অসহযোগ আন্দোলন, স্বাধীনতার জন্যে বঙ্গবন্ধুর উদাত্ত আহব্বাহ, ২৫ মার্চ গভীর রাতে তাঁকে গ্রেফতার, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং ১৫ আগস্ট বিয়োগান্তক পরিণতির মধ্য দিয়ে এ যাত্রাপালাটি শেষ হবে।

‘বাংলার মহানায়ক’- এ বঙ্গবন্ধু চরিত্রে এস.এম শফিসহ অন্যান্য ভূমিকায় রয়েছেন- রিক্তা সুলতানা, এম. আলীম, এম. সিরাজ, সুদর্শন চক্রবর্তী, দীপক বণিক, মোবারক আলী, আবুল কালাম আজাদ, লুৎফুন্নাহার রিক্তা, মনি, অলি এবং বিবেক বাচ্চু খান প্রমুখ।

এলএ