ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ছিনতাইয়ের শিকার ‘সিআইডির সচিন’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৩ জুন ২০২২

ভারতের ধারাবাহিক টিভি শো ‘সিআইডি’। এটি ভারতে যেমন জনপ্রিয় তেমনি বাংলাদেশেও। এই ধারাবাহিকে দেখা যায় অনেক দুর্ধর্ষ অভিযান ও রহস্যের সমাধান। চোর, ছিনতাইকারী, খুনিকেও ধরতে দেখা যায়। এই শোতে একটি পরিচিত ক্যারেকটার সিআইডির ইনস্পেক্টর সচিন। তার মূল নাম হৃষিকেশ পাণ্ডে। এবার তিনিই বাস্তবে ছিনতাইয়ের কবলে পড়লেন।

বাস থেকে এই অভিনেতার ব্যাগে রাখা নগদ অর্থ, ব্যাংকের কার্ডসহ জরুরি কাগজপত্র ছিনতাই হয়ে যায়। ঘটনাটি দেখে হৃষিকেশ (সচিন) নিজেই অবাক।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি জানান, ৫ জুন পরিবারসহ ঘুরতে বের হয়েছিলেন। মুম্বাইয়ের কোলাবা থেকে ওঠেন বাসে। সেদিন ভিড় ছিল অনেক। এই সুযোগে তার ব্যাগ থেকে টাকাসহ কাগজপত্র নিয়ে যায়।

অভিনেতা হৃষিকেশ (সচিন) বলেন, আমি থানায় জানিয়েছি। আর আমার ব্যাংকের কার্ড ব্লক করেছি। তবে নথিগুলোর অপব্যবহার নিয়ে আছি শঙ্কায়।

এদিকে এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এ ঘটনায় দুঃখ প্রকাশ করলেও মজা করেছেন অনেকে।

একজন তো লেখেন, এটা কি করে সম্ভব! সিআইডি অফিসারের কীভাবে ছিনতাই হলো!

জেডএইচ/এমএস