ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কার্দেশিয়ানের মতো হতে চান মাইলি

প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৪ জানুয়ারি ২০১৬

আমেরিকান পপ গায়িকা মাইলি সাইরাস। যশ-নাম ও খ্যাতি; সব কিছুই আছে তার। তবুও তাতে সন্তুষ্ট নন। নিজের প্রতিভা, রূপ-গুণ এমনকি সুদর্শন জীবন সঙ্গী থাকার পরেও মাইলির ইচ্ছে তিনি কার্দেশিয়ানের মতো হবেন।

শুনে কিছুটা অবাক লাগলেও ঘটনাটা মোটেও মিথ্যা নয়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে অনেক কার্দেশিয়ানের মতো পোজ দিয়ে ছবি তুলেছেন এই তারকা। আর তাতে তিনি লিখেছেন কার্দেশিয়ান হতে চাই। এতে আমি আরও আকর্ষনীয় হবো বলে আমার বিশ্বাস।

তবে মজার ব্যাপার হলো ইনস্টাগ্রামের আপলোডকৃত ছবিগুলো নাকি সবটাই ছিলো ফটোশপের কারসাজি। এমনটাই ধারনা করছেন মাইলির ভক্তরা।

আরএএইচ/এলএ/পিআর