ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ঢাবি অ্যালামনাই এসোসিয়েশনের সংস্কৃতি সম্পাদক হলেন ফেরদৌস

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৭ জুন ২০২২

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস। এ মুহুর্তে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সিনেমাটিতে তার নায়িকা নিপুণ। তিনি জানান, আগামী ১১ জুন পর্যন্ত এই সিনেমার শুটিং-এ তাকে ব্যস্ত থাকতে হবে।

কিন্তু এরইমধ্যে আজ ৭ জুন তার জন্মদিন। বছরজুড়ে ফেরদৌস যাই করেন না কেন নিজের জন্মদিনের দিনটিকে তিনি নিজে থেকেই কর্ম বিরতিতে থাকেন। এই দিনটি শুধুই পরিবারের সদস্যদের জন্য বরাদ্দকৃত। তাই শূটিং থেকে গতকাল (৬ জুন) রাতেই ফেরদৌস বাসায় ফিরেছেন। দুই মেয়ে’র পরিকল্পনায় সারপ্রাইজ বার্থ ডে’ শুরুও হয়ে গেছে।

এরইমধ্যে ফেরদৌস জানালেন নতুন খবর। গেল ৪ জুন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে তাকে এই অ্যালামনাই এসোসিয়েশনের সংস্কৃতি সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নিজের জন্মদিনে সেই খবর জানিয়ে বেশ আনন্দিত ‘হঠাৎ বৃষ্টি’র নায়ক। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন।

আমার দুই মেয়ে আমার জন্মদিনকে ঘিরে নানান ধরনের পরিকল্পনা করে। আর এবার আমার ছোট ভাই তৌসিফের মেয়েও সঙ্গে আছে। যে কারণে আনন্দ এবং পরিকল্পনা একটু বেশি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের খবরটি আমাকে নতুন মাত্রা যোগ করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র। সেই হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের অ্যালমনাই এসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি গর্বিত।

শিগগিরই একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার কাছে দায়িত্ব অর্পণ করা হবে। আমি চেষ্টা করব আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার।’

ফেরদৌস জানান, শিগগিরই তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার গানের শুটিং-এ অংশ নেবেন। তবে তিনি জানান এই সিনেমার ডাবিং-এর কাজ শেষ করেছেন তিনি।

এছাড়াও তার হাতে এই মুহুর্তে সরকারি অনুদানের সাতটি সিনেমা রয়েছে। সিনেমাগুলো হচ্ছে ‘মানিকের লাল কাঁকড়া’,‘ ক্ষমা নেই’, ‘দামপাড়া’,‘ ১৯৭১ সেইসব দিন’, ‘রাসেলের জন্য অপেক্ষা’, ‘মাইক’, ‘বিউটি সার্কাস’।

এলএ/এমএস

আরও পড়ুন