ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শুভ জন্মদিন নায়করাজ

প্রকাশিত: ০৬:০৬ এএম, ২৩ জানুয়ারি ২০১৬

তিনি বাংলার নায়করাজ। সেলুলয়েডের ফিতায় তার অসংখ্য চরিত্র অমর হয়ে আছে দর্শকের হৃদয়ে। যার মধ্যে ছুটির ঘণ্টার স্কুল দপ্তরী, জীবন থেকে নেয়ার বিপ্লবী যুবক অন্যতম। বলছি ঢাকাই ছবির অহংকার রাজ্জাকের কথাই।

জীবনের মানচিত্রে বহু পথ পাড়ি দিয়ে আজ ২৩ জানুয়ারি চলচ্চিত্রের জীবন্ত এই কিংবদন্তি ৭৫ বছরে পা রেখেছেন। তাকে অভিনন্দন এবং জাগো নিউজ পরিবারের পক্ষ থেকে রইল শ্রদ্ধাবনত শুভেচ্ছা। সেইসঙ্গে স্রষ্ঠা তাকে রোগমুক্ত রাখুন সেই প্রার্থনাও রইল।

নায়করাজের এবারের জন্মদিনকে ঘিরে উৎসবমুখর আমেজ বিরাজ করছে চলচ্চিত্রাঙ্গনসহ সমগ্র শোবিজে। ব্যক্তিগতভাবে তো বটেই নানা সাংস্কৃতিক-চলচ্চিত্র বিষয়ক সংগঠনগুলোও ভালোবাসায় আজ সিক্ত করছেন-করবেন প্রিয় নায়ককে। দেশের রেডিও-টেলিভিশন ও সংবাদপত্রগুলোতেও চোখে পড়ছে নানা আয়োজন।

তারমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রাজ্জাকের জন্মদিনকে ঘিরে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আইয়ের তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন।

চ্যানেলটি জানায়, গেল ২১ জানুয়ারি থেকে শুরু হয়েছিলো এই আয়োজন, এটি শেষ হবে আজ। ২১ জানুয়ারি বেলা সাড়ে তিনটায় প্রচার হয়েছে নায়করাজ অভিনীত চলচ্চিত্র ‘বড় ভালো লোক ছিল’। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ মহিউদ্দীন। পরদিন ২২ জানুয়ারি বিকাল সাড়ে পাঁচটায় প্রচার হয়েছে রাজ্জাক অভিনীত নাটক ‘দায়ভার’। এটি পরিচালনা করেছেন তারই ছোট ছেলে সম্রাট। একই দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজ্জাক অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের গানের সঙ্গে নাচেন ‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে’র প্রতিযোগীরা। অনুষ্ঠানটির পরিচালক ইজাজ খান স্বপন। রাত সাড়ে ১১টায় প্রচার হয়েছে অনন্যা রুমার প্রযোজনায় অনুষ্ঠান ‘চ্যানেল আইয়ের সঙ্গে নায়করাজ’।

নায়করাজের জন্মদিনে ২৩ জানুয়ারি সকাল সাড়ে সাতটায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান করেছেন খুরশীদ আলম ও আবদুল জব্বার। বেলা ১১টা ৫ মিনিটে প্রচার হয়েছে ‘নায়করাজের চার যুগ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা মৌসুমী এবং পরিচালনা আবদুর রহমান।

দুপুর ১২টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানে থাকবে রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান। দুপুর সাড়ে ১২টায় ‘সিটিসেল তারকাকথন’ অনুষ্ঠানের অতিথি থাকবেন রাজ্জাক। বেলা আড়াইটায় দেখানো হবে রাজ্জাক অভিনীত ছবি ‘অশিক্ষিত’। ছবিটি পরিচালনা করেছেন আজিজুর রহমান।

এছাড়াও নায়করাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম লি. এর ‘আনন্দ আলো’ম্যাগাজিনের বিশেষ সংখ্যা।

প্রসঙ্গত, ১৯৪২ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন রাজ্জাক। জন্ম কলকাতার টালিগঞ্জে হলেও দেশভাগের সময় তিনি পরিবারের সঙ্গে ঢাকায় পাড়ি জমান।

নায়ক হিসেবে চলচ্চিত্রে নায়করাজের যাত্রা শুরু হয় জহির রায়হানের ‘বেহুলা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। এতে তার বিপরীতে ছিলেন কোহিনূর আক্তার সুচন্দা। প্রযোজক হিসেবে নায়করাজের যাত্রা শুরু ‘রংবাজ’ ছবিটি প্রযোজনার মধ্য দিয়ে। এটি পরিচালনা করেছিলেন জহিরুল হক। রাজ্জাকের বিপরীতে ছিলেন কবরী।

ববিতার সঙ্গে জুটি বেঁধে নায়করাজ প্রথম নির্দেশনায় আসেন ‘অনন্ত প্রেম’ চলচ্চিত্র দিয়ে। এই ছবিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। নায়ক হিসেবে এ অভিনেতার সর্বশেষ চলচ্চিত্র ছিলো শফিকুর রহমান পরিচালিত ‘মালামতি’। এতে তার বিপরীতে ছিলেন নূতন।

নায়করাজ রাজ্জাক সর্বশেষ তার বড় ছেলে নায়ক বাপ্পারাজের নির্দেশনায় ‘কার্তুজ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রে তার ঘনিষ্ঠ বন্ধু প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলামও অভিনয় করেছিলেন। চাষী নজরুল ইসলামের প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এও রাজ্জাক অভিনয় করেছিলেন। অন্যদিকে নায়করাজ সর্বশেষ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘আয়না কাহিনী’ চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। এই চলচ্চিত্রে জুটি হিসেবে অভিনয় করেছিলেন সম্রাট ও কেয়া। এরপর আর নতুন কোন চলচ্চিত্র নির্মাণে তাকে দেখা যায়নি।

এক নজরে নায়করাজ
জন্ম : ১৯৪২ সালের ২৩ জানুয়ারি।
পুরো নাম : আবদুর রাজ্জাক।
বাবা : আকবর হোসেন।
মাতা : নেসারুন্নেসা।
স্ত্রী : খায়রুন্নেসা (ভালোবেসে নায়করাজ লক্ষ্মী বলে ডাকেন)।
সন্তান : তিন ছেলে ও দুই মেয়ে।
নাতি-নাতনির সংখ্যা : আটজন।
অভিনয়ের শুরু : সপ্তম শ্রেণীতে পড়ার সময়।
অভিনয়ে যাকে গুরু মানেন: পীযুষ বোস।
অভিনয়ে পারিবারিক সমর্থন : মেজ ভাই আবদুল গফুর।
চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ততা : আবদুল জব্বার খানের সঙ্গে উজালা চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে।
নায়ক হিসেবে প্রথম চলচ্চিত্র : জহির রায়হানের ‘বেহুলা’।
প্রথম নায়িকা : কোহিনূর আক্তার সুচন্দা।
জুটি হিসেবে জনপ্রিয়তা : কবরীর সঙ্গে। প্রথম চলচ্চিত্র সুভাষ দত্তের ‌‌‘আবির্ভাব’।
নায়ক হিসেবে অভিনয় : ১৯৯০ সাল পর্যন্ত। নায়ক হিসেবে শেষ চলচ্চিত্র ‘মালামতি’। বিপরীতে নূতন।
চরিত্রাভিনেতা হিসেবে অভিনয় : ১৯৯৫ সাল থেকে।
প্রথম প্রযোজিত চলচ্চিত্র : রংবাজ (রাজলক্ষ্মী প্রোডাকশন্স), পরিচালক জহিরুল হক। বিপরীতে কবরী।
প্রযোজনায় বিরতি : ২০০০ সালে ‘মরণ নিয়ে খেলা’ চলচ্চিত্রটি নির্মাণের পর ব্যবসায়িক ক্ষতির কারণে।
প্রথম পরিচালিত চলচ্চিত্র : ‘অনন্ত প্রেম’ (১৯৭৭), বিপরীতে ববিতা।
প্রযোজনায় ফিরে আসা : ২০০৮ সালে ‘আমি বাঁচতে চাই’। নায়ক হিসেবে ছোট ছেলে সম্রাটের অভিষেক।
সর্বশেষ পরিচালিত চলচ্চিত্র : ‘আয়না কাহিনী’ (২০১৪)।
সর্বশেষ অভিনীত চলচ্চিত্র (এখন পর্যন্ত) : বাপ্পারাজ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কার্তুজ’।
নায়করাজের নায়িকারা : সুচন্দা, কবরী, শবনম, শাবানা, নাসিমা খান, সুজাতা, ববিতা, কবিতা, নূতন, অঞ্জনা, কাজরীসহ আরও অনেকে।
জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি : বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও বন্ধু সাংবাদিক প্রয়াত আহমদ জামান চৌধুরীর লিখনীর মধ্যদিয়ে নায়করাজ উপাধি অর্জন।

এলএ