‘অপারেশন অগ্নিপথ’ এর যাত্রা শুরু
হালের আলোচিত নির্মাতা আশিকুর রহমান পরিচালিত নতুন চলচ্চিত্র ‘অপারেশন অগ্নিপথ’ এর বর্ণাঢ্য মহরত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অস্ট্রেলিয়াভিত্তিক সিনেফেক্ট মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ঢাকাই চলচ্চিত্রের কিংখান খ্যাত চিত্রনায়ক শাকিব খান। তার সহ-শিল্পী হিসেবে থাকবেন নবাগত শিবা আলী খান। এছাড়া আরো অভিনয় করবেন টাইগার রবি, আফজাল শরিফ, রেবেকো, সিন্ডি রোলিং, কাবিলাসহ অনেকে।
মহরতে উপস্থিত ছিলেন শাকিব খানসহ ছবিটির অন্যান্য কলাকুশলীরা। এসময় শাকিব খান বলেন, ‘এ ধরনের সুন্দর একটি ছবি প্রযোজনা করার জন্য আমি দুই প্রযোজনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। সেইসঙ্গে পরিচালক আশিকুর রহমানকেও আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা বাংলা চলচ্চিত্র নিয়ে অনেক স্বপ্ন দেখি-সামনে এমন সময় আসছে যখন একটি চলচ্চিত্র বাংলাদেশে যখন মুক্তি পাবে সেইসঙ্গে বিশ্বের ২০-৩০টি দেশে মুক্তি পাবে। আর এ ছবি দিয়েই সে যাত্রা শুরু হবে।’
নির্মাতা আশিকুর রহমান জানান, ‘চলতি বছরের মে মাস থেকে সিডনি ও মেলবোর্নে মূল অংশের এ ছবির শুটিং শুরু করবো। এরপর জুলাইয়ে আংশিক কাজ হবে বাংলাদেশে।’
‘অপারেশন অগ্নিপথ’ ছবির সঙ্গীত পরিচালনা করবেন ইমরান, নাভেদ এবং কলকাতার আকাশ ও ডাব্বু। নৃত্য পরিচালনা করবেন তানজিল ও ভারতের বাবা জাদব। অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন এদেশের অ্যাডওয়ার্ড গোমেজ এবং অস্ট্রেলিয়ার ইগর ব্রেকেনব্যাক।
এনই/বিএ