ঈদের সিনেমা ‘গলুই’র ক্ষতি করার চেষ্টা চলছে, পরিচালকের অভিযোগ
গেলো কয়েক বছরে ঢালিউডে ঈদ মানেই শাকিব খানের সিনেমা। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। মুক্তি পাচ্ছে তার 'গলুই' নামের সিনেমা। সরকারি অনুদানে এ সিনেমাটি নির্মাণ করেছেন 'হৃদয়ের কথা'খ্যাত পরিচালক এস এ হক অলিক।
এরইমধ্যে প্রচারণা চলছে সিনেমাটির। প্রকাশ হয়েছে এর পোস্টার ও টিজার৷ এসব নিয়ে শাকিব ভক্তরা বেশ উন্মাদনায় রয়েছেন৷ হল মালিকরাও ছবিটিকে ঘিরে আগ্রহী হয়ে উঠছে।
তবে তার ভিড়েই পরিচালক অভিযোগ তুলেছেন, তার সিনেমার ক্ষতি করার চেষ্টা চলছে। তিনি আজ ২৪ এপ্রিল ফেসবুকে এক স্ট্যাটাসে এই অভিযোগ করেন। অলিক লেখেন, ‘‘গলুই’ এর ব্যবসায়িক ক্ষতি করার জন্য কাকরাইলে অনেকেই ছড়াচ্ছেন ‘গলুই’ ঈদে আসবে না!!! এই অসৎ কাজ যারা করছেন তাদেরকে বলছি- গলুই ঈদের ছবি, ঈদেই আসবে।’
তিনি আরও বলেন, ‘দর্শক যদি ‘গলুই’কে ভালোবেসে ফেলেন আপনারা শত চেষ্টা করেও ক্ষতি করতে পারবেন না।’
আবহমান গ্রাম বাংলার কৃষ্টি-কালচার, বিলীন হতে যাওয়া নৌকা বাইচ ও সত্তর-আশির দর্শকের রোম্যান্টিক প্রেম প্রেক্ষাপট নিয়ে সম্পূর্ণ মৌলিক গল্পের ছবি 'গলুই'। সরকারি অনুদান ও খোরশেদ আলম খসরুর যৌথ প্রযোজনায় 'গলুই'-তে শাকিব খানের বিপরীতে আছেন পূজা চেরী।
এতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।
ছবির গানগুলো গেয়েছেন কুমার বিশ্বজিৎ, হাবিব, এস আই টুটুল প্রমুখ।
এলএ/জেআইএম