শুক্রবার অঙ্গার আসছে ৮৭ প্রেক্ষাগৃহে
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বহুল আলোচিত দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত বিগ বাজেটের ছবি ‘অঙ্গার’ হলে আসতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার, ১৫ জানুয়ারি ছবিটি সারাদেশব্যপী ৮৭টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে।
ছবিটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন জাগো নিউজকে জানান, রাতের মধ্যে আরো কয়েকটি হল যোগ হবার সম্ভাবনা রয়েছে।
এদিকে তারকাবহুল এ ছবিতে ওপার বাংলার নায়ক ওমের বিপরীতে চিত্রনায়িকা হিসেবে ঢাকাই ছবিতে অভিষেক হচ্ছে নবাগতা ফাল্গুনী রহমান জলির। ছবি মুক্তির আগেই সুনিপুণ অভিনয় দিয়ে পরিচালক ও প্রযোজনা কর্তৃপক্ষকে খুশি করে আলোচনায় এসেছেন তিনি। সেইসঙ্গে চলচ্চিত্র বোদ্ধারাও ‘অঙ্গার’ ছবির টিজার ও প্রকাশ হওয়া কিছু গান দেখে প্রত্যাশা করছেন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতেই আসছেন জলি।
অন্যদিকে ছবিটির কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজও দারুণ আশাবাদী ‘অঙ্গার’ নিয়ে। জানা গেছে ওপারেও শতাধিক হলে এটি মুক্তি পাবে কাল। পাশাপাশি জাজ ও এসকে মুভিজ থেকে বলা হচ্ছে, গেল ১০ বছরের বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জলি এবং ‘অঙ্গার’।
‘অঙ্গার’ ছবির চিত্রনাট্য সাজিয়েছেন আবদুল্লাহ জহির বাবু। এতে আরো অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত, খরাজ মুখার্জি ও অমিত হাসানসহ আরো অনেকে। ছবির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও আকাশ।
কাল থেকে যেসব হলে দেখা যাবে অঙ্গার ছবিটি
ব্লকবাষ্টার সিনেমা-যমুনা ফিউচার পার্ক ,ষ্টার সিনপ্লেক্স-বসুন্ধরা সিটি, শ্যামলী সিনেমা-ঢাকা, বলাকা সিনেওয়ার্ল্ড-ঢাকা, মধুমিতা সিনেমা-ঢাকা, বর্ষা সিনেমা-জয়দেবপুর,গাজীপুর, আনারকলি সিনেমা- টঙ্গী,গাজীপুর, চিত্রামহল সিনেমা-ঢাকা, গীত সিনেমা-ঢাকা, জোনাকি সিনেমা-ঢাকা, অভিসার সিনেমা-ঢাকা, পুনম সিনেমা-ঢাকা, পূর্ণিমা সিনেমা-ঢাকা, সনি সিনেমা-ঢাকা, সৈনিক ক্লাব-বনানী, অভিরুচি সিনেমা-বরিশাল, মনিহার সিনেমা-যশোর, রানী মহল সিনেমা-ডেমরা,ঢাকা, নিউ গুলশান সিনেমা-জিঞ্জিরা,ঢাকা, চাঁদমহল সিনেমা-কাঁচপুর, শঙ্খ সিনেমা-খুলনা, রুপকথা সিনেমা-পাবনা, উপহার সিনেমা-রাজশাহী, শাপলা সিনেমা-রংপুর, মধুমতি সিনেমা-কুমিল্লা, মধুমতি সিনেমা-ভৈরব, অবসর সিনেমা-বিরামপুর, আলিম সিনেমা-খেপুপাড়া, আলমাস সিনেমা-চট্টগ্রাম, আলোছায়া সিনেমা-শরিয়তপুর, বলাকা সিনেমা-ঠাকুরগাও, বনানী সিনেমা-কুষ্টিয়া, বনলতা সিনেমা-ফরিদপুর, বর্নালী সিনেমা-নয়াপাড়া, চাঁদনী সিনেমা-রানীশঙ্খাইল, চলন্তিকা সিনেমা-গোপালদি, চন্দ্রিমা সিনেমা-শ্রীপুর, ছায়াবানী সিনেমা-ময়মনসিংহ, ছায়াবানী সিনেমা-নাটোর, চিত্রাবানী সিনেমা-গোপালগঞ্জ, চিত্রালী সিনেমা-খুলনা, ছন্দা সিনেমা-পটিয়া, ফাল্গুনী সিনেমা-নাগরপুর, টাঙ্গাইল, ফিরোজমহল সিনেমা-পাগলা, হ্যাপি সিনেমা-লক্ষীপুর, হিরামন সিনেমা-নেত্রকোনা, হীরক সিনেমা-গোবিন্দগঞ্জ, ঝংকার সিনেমা-পাঁচধোনা, জয় সিনেমা-শমসের নগর, কাকলী সিনেমা-শেরপুর, কল্লোল সিনেমা-মধুপুর,টাঙ্গাইল, কানন সিনেমা-সাগরদীঘি, কেয়া সিনেমা-টাঙ্গাইল, লালমনি সিনেমা-লালমোহন, মানসী সিনেমা-কিশোরগঞ্জ, মিলন-মাদারীপুর, মডার্ন সিনেমা-দিনাজপুর, মধুমতি সিনেমা-মাগুরা, মোহনা সিনেমা-কোনাবাড়ি-গাজীপুর, মনামী সিনেমা-খোকসা, মনিকা সিনেমা-শায়েস্তাগঞ্জ, মনোয়ার সিনেমা-জামালপুর, মৌসুমি সিনেমা-পাকুন্দিয়া, ময়নামতি সিনেমা-কুমিল্লা, ময়ূরী সিনেমা-যশোর, নন্দিতা সিনেমা-সিলেট, নিউ মেট্রো সিনেমা-নারায়নগঞ্জ, নবীন সিনেমা-মানিকগঞ্জ, পান্না সিনেমা-মুকতারপুর, পৃথিবী সিনেমা-জয়পুরহাট, প্রিয়া সিনেমা-ঝিনাইদহ, প্রতিভা সিনেমা-রাজৈর, পুর্বাশা সিনেমা-শান্তাহার, রাজ সিনেমা-কুলিয়ারচর, রাজমহল সিনেমা-চাঁপাইনবাবগঞ্জ, রাজমহল সিনেমা-ভোলা, রুনা সিনেমা-ছালাকছার, রুপসী সিনেমা-ভোলা, সাগরী সিনেমা-চর ফ্যাশন, সঙ্গীতা সিনেমা-সাতক্ষীরা, শাহীন সিনেমা-বল্লাবাজার-টাঙ্গাইল, সোনিয়া সিনেমা-বগুড়া, তাজ সিনেমা-গাইবান্ধা, তামান্না সিনেমা-সাইদপুর, তিতাস সিনেমা-পটুয়াখালী, উর্বশী সিনেমা-ফুলবাড়ী,দিনাজপুর।
এনই/এলএ