স্বাধীনতা দিবসে টোকিওতে প্রদর্শিত হলো টেলিফিল্ম ‘সিঁড়ি’
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাপানের রাজধানী টোকিওর কিতা ওয়ার্ডের আকাবানে রেল স্টেশন সংলগ্ন বিভিও হলে বাংলা টেলিফিল্ম ‘সিঁড়ি’র প্রদর্শন হয়েছে। করোনা মহামারির কারণে হল কর্তৃপক্ষের নির্দেশে নিয়ম মেনে সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতিতে টেলিফিল্মটির প্রদর্শনী হয়।
‘সিঁড়ি’ টেলিফিল্মটি জাপান প্রবাসী লেখক-সাংবাদিক পি আর প্ল্যাসিডের লেখা কিশোর উপন্যাস ‘সিঁড়ি’ অবলম্বনে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মাণ করা হয়েছে। ‘সিঁড়ি’ পরিচালনা করেছেন জয় সরকার ও মিথুন রিবেরু। এতে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ। এছাড়া শুভ্র এ্যালেন, মনিরা মিঠু, নাদিয়া নদী, আফফান মিতুল, ওয়াশিম রেজা প্রমুখ অভিনেতারাও অভিনয় করেছেন। নাটকটি ২০২১ সালের মার্চ মাসে নাগরিক টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে।
নাটকটিতে বারবার বঙ্গবন্ধুর কথা এলেও শেষদিকে দেশের বর্তমান চিত্র তুলে ধরা হয়েছে। মাসুম আজিজ আক্ষেপ করে বলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আজকের এ বাংলাদেশ দেখার জন্য নয়। একটি স্কুলকে এমপিওভুক্ত করতে নানা মানুষকে ধরতে হয়েছে, বিভিন্ন বিভাগে যেতে হয়েছে। গ্রামের একটি স্কুলকে সরকারিকরণের জন্য অনেক চেষ্টা করেও আজ তিনি হতাশ। সংশ্লিষ্টদের ঘুষ না দেওয়ার কারণে কর্মকর্তাদের দিয়ে স্কুলের ফাইল ধরাতেই পারেননি তিনি।
ফিল্মটির প্রচার শেষে এর ওপর আলোচনা করেন টোকিও বৈশাখী মেলার প্রধান সমন্বয়কারী ডা. শেখ আলিমুজ্জামান, অধ্যাপক জসিম উদ্দিন, এহসান গাজী, ইয়ামাগুচি সুমন প্রমুখ। আলোচনা পর্বটি পরিচালনা করেন লেখক পি আর প্ল্যাসিড।
এমআইএইচ/এমএস