ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

গানেই প্রাণবন্ত থাকতে চান ধ্রুব

প্রকাশিত: ০৯:৩২ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

মাত্র দুটি গান দিয়েই বাজিমাত করেছেন তিনি। জয় করে নিয়েছেন বাংলা গানের শ্রোতাদের মন। তিনি সংগীতশিল্পী ধ্রুব কুমার গুহ। আজ বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি এই গায়কের জন্মদিন।

‘শুধু তোমার জন্য এখন, কত স্বপ্ন দেখে মন’, ‘যে পাখি ঘর বোঝেনা উড়ে বেড়ায় বন বাদারে ভোলা মন মিছেই কেন মনের খাঁচায় রাখিস তারে’, খ্যাত এই শিল্পী জন্মদিনে আনন্দটা যেমন উপোভোগ করেন ঠিক তেমনি একটা বিষাদও তার মনে কাজ করে। জীবন থেকে আরো একটি বছর হারিয়ে গেল বলে ভীষন কষ্ট হয় তার।

তবুও জন্মদিনে চেষ্টা করেন পুরো পরিবারের সাথেই যেন সময়টা কেটে যায়। এর বাইরেও কলিগ, শুভাকাংখীদের সাথে সময় কাটতে ভোলেন না তিনি। এ বিষয়ে ধ্রুব বলেন, ‘বছরে যে কয়টা দিন অবসর মিলে, জন্মদিন তার একটা। এই দিন নিয়ে খুব বেশি আয়োজনের কিছু নেই। তবে পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আজ পুরো দিনটি কাটানোর লক্ষ্যে সব রকম রেকর্ডিং বাদ দিয়েছি।’

সংগীতকে ভালোসেবে হৃদয়ে ধারণ করেছেন। আমৃত্যু গান গেয়েই নিজেকে প্রাণবন্ত রাখতে চান ধ্রুব। জীবনের মানেটাও গানের মাঝেই খুঁজে ফিরতে চান।

সংগীতের আবহে জন্ম না হলেও স্কুল শিক্ষক বাবার অনুপ্রেরণায় গান দিয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্রাবস্থাতেই তিনি নিজ এলাকায় পেয়েছিলেন জনপ্রিয় গায়কের খ্যাতি। তারপর পথ চলেছেন সাফল্যের বরপুত্র হয়েই।

সম্প্রতি নিজের ২য় একক অ্যালবামের কাজ নিয়েই তার পুরো ব্যস্ততা। সুন্দর ও সুস্থ জীবন কামনায় গায়ক ধ্রুব কুমার এর  জন্মদিনে রইল শুভেচ্ছা।‌

এলএ