ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

প্রিয়ন্তীর সঙ্গে নতুন গল্পকার ও অভিনয়শিল্পীর খোঁজে আরটিভি

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৯ পিএম, ২২ মার্চ ২০২২

শুরু হতে যাচ্ছে নতুন নাট্যকার এবং অভিনয়শিল্পীদের নিয়ে আরটিভি 'ফিকশন ফিয়েস্তা'। এ আয়োজনের সহযোগী হিসেবে আছে প্রযোজনা প্রতিষ্ঠান প্রিয়ন্তী।

এ উপলক্ষে আজ বনানী ক্লাবের মেহফিল হলে আরটিভি ও প্রিয়ন্তী এডিট এন্ড ইফেক্টস এক সংবাদ সম্মেলনের আয়ােজন করে।

উক্ত আয়ােজনে উপস্থিত ছিলেন আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান ও প্রিয়ন্তী এডিট এন্ড ইফেক্টসের সিইও মনােয়ার হােসেন পাঠান, নাট্যকার মাসুম রেজা, পরিচালক সালাউদ্দিন লাভলু, অভিনেতা আহসান, নাট্যকার আবু সুফিয়ান এবং আরটিভি ও প্রিয়ন্তীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

'ফিকশন ফিয়েস্তা'র মাধ্যমে নতুন গল্প ও অভিনয়শিল্পীদের নিয়ে দেশে এবং বিদেশে নির্মিত ২টি একক নাটক প্রতি
সপ্তাহে সম্প্রচার হবে আরটিভিতে। অভিজ্ঞ জুরিবাের্ড কর্তৃক বাছাইকৃত গল্প নিয়ে তৈরি হবে নাটক। এ নাটকগুলোতে নতুন অভিনয়শিল্পীগণ প্রধান চরিত্রে অভিনয়ের সুযােগ পাবেন।

বছর শেষে ১০০ নাটকের মধ্য থেকে সােস্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচিত সেরা গল্পকার ও অভিনয়শিল্পীদের পুরস্কৃত করা হবে।

প্রিয়ন্তীর সিইও মনোয়ার পাঠান এ আয়োজন নিয়ে বলেন, 'আমরা টিভি নাটকের গল্প ও অভিনয়শিল্পীর সংকট দূর করতে এই আয়োজনটি শুরু করেছি৷ আশা করি ভালো সাড়া পাবো৷ ভালো মানের গল্পকার ও অভিনয়শিল্পী উঠে আসবে।'

'ফিকশন ফিয়েস্তা'র নাটকগুলােতে নাট্যকার এবং অভিনয়শিল্পী হিসেবে অংশগ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করতে আপনার গল্প অথবা আপনার নিজের এক থেকে দুই মিনিটের অভিনয়ের ভিডিও আরটিভি
ফেসবুক পেইজে facebook.com/rtvfictionfiesta- পাঠাতে হবে।

ইমেইল করা যাবে [email protected] - এই ঠিকানায়। এ বিস্তারিত জানা যাবে 'ফিকশন ফিয়েস্তা'র ফেসবুক পেজে।

এলএ/জিকেএস