ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শিল্পী সমিতিকেও হার মানালো টিভি প্রযোজকদের সংগঠন

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২০ মার্চ ২০২২

উৎসবমুখর পরিবেশে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন শেষ হলেও ভোট গণনায় বিলম্ব হচ্ছে। শনিবার (১৯ মার্চ) সন্ধ্যার দিকে ভোট গণনা শুরু হয়। দুুপুর দেড়টায় এই নিউজ লেখা পর্যন্ত ভোট গণনা চলছেই।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল বায়েজিদ। তিনি বলেন, ‘ভোট গুনতে অনেক সময় লাগছে। আজ রোববার (২০ মার্চ) বিকেল ৫টার মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।’

শনিবার (১৯ মার্চ) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে। ২৩৯ জন ভোটারদের মধ্যে ভোট প্রদান করেছেন ২৩২ জন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি অনুষ্ঠিত হয় এ নির্বাচন।

মাত্র ২৩২টি ভোট গুনতে এত দেরি হওয়ায় এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। প্রায় ২২ ঘণ্টা হতে চললো এখনো ফল ঘোষণা করতে পারছে না নির্বাচন কমিশন। অনেকেই সম্প্রতি অনুষ্ঠিত হওয়া শিল্পী সমিতির নির্বাচনকে উদাহরণ টেনে টেলিপ্যাবের নির্বাচন নিয়ে হাসি ঠাট্টায় মজেছেন।

এই নির্বাচনে কোনো প্যানেল না থাকলেও সমমনা প্রার্থীদের একাংশের রোকেয়া প্রাচী ও সাজ্জাদ হোসেন দোদুলের নেতৃত্বে দিচ্ছেন। অন্য আরেকটির সমমান অংশের মনোয়ার হোসেন পাঠান ও সাজু মুনতাসির নেতৃত্ব দিচ্ছেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল বায়েজিদ। তার সঙ্গে আরও রয়েছেন বাবুল বিশ্বাস ও ইলিয়াস খান।

এছাড়া আপিল বিভাগের প্রধান করা হয়েছে ম. হামিদকে। সদস্য হিসেবে রয়েছেন কেরামত মওলা এবং তারেখ মিন্টু।

এমআই/এলএ/জেআইএম

আরও পড়ুন