ঢাকা অ্যাটাক দিয়ে ঢাকাই ছবিতে অরিজিৎ সিং
দারুণ একটা বছর শেষ করলেন বলিউডের গায়ক অরিজিৎ সিং। বছরের শেষপ্রান্তে এসে শাহরুখ খানের ‘দিলওয়ালে’ ছবিতে ‘গেরুয়া’ গানটি দিয়ে পুরো ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছেন। পিছনে ফেলে দিয়েছেন সারা বছরের আলোচিত-হিট সব গানকে।
পথচলার শুরু থেকেই ভারতীয় এই শিল্পী বাংলাদেশেও খুব জনপ্রিয়। সেই সুবাদে এখানকার শ্রোতাদের গান শোনাতে বেশ কয়েকবার ঢাকাতে এসেছেনও তিনি। এবার অরিজিৎ হাজির হচ্ছেন ঢাকাই ছবিতে। পরিচালক দীপংকর দীপনের প্রথম চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’র একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা নিজেই।
সেইসাথে দীপন আরো জানালেন, কলকাতার জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দুর অনিন্দ্য চট্টোপাধ্যায় গান লিখেছেন তার ছবির জন্য। ‘চুপচাপ’ শিরোনামের ওই রোমান্টিক গানটিই গেয়েছেন অরিজিৎ সিং। এর সুর ও সংগীতায়োজন করেছেন অরিন্দম চট্টোপাধ্যায়।
দীপন আরো জানান, ঢাকা অ্যাটাক ছবিতে অরিন্দমের সংগীতায়োজনে আরো একটি গান থাকবে। তবে ওই গানটি কে গাইবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
প্রসঙ্গত, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার সানী ছানোয়ারের গল্প ও চিত্রনাট্যে দেশের প্রথম পুলিশ অ্যাকশান থ্রিলার এই ছবিটি পরিচালনা করছেন জনপ্রিয় নাট্য নির্মাতা দীপঙ্কর সেনগুপ্ত দীপন।
ঢাকা অ্যাটাকে মূল দুটি চরিত্রে দেখা যাবে আরিফিন শুভ ও মাহিয়া মাহিকে। এই জুটির এটি তৃতীয় ছবি। এছাড়াও ছবিতে আরো দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, নওশাবা, এবিএম সুমন প্রমুখকে।
এলএ/পিআর