ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আর ডি হিল্লোলের তুমি আছো হৃদয় জুড়ে

প্রকাশিত: ১১:২১ এএম, ১১ জানুয়ারি ২০১৬

সংগীত পরিচালক আর ডি হিল্লোলের সুর ও সংগীতে চলতি মাসেই বাজারে আসছে ‘তুমি আছো হৃদয় জুড়ে’ নামে একটি অডিও অ্যালবাম। জি সিরিজের অগ্নিবীণা থেকে এটি বাজারে আসছে।

এই মিক্সড অ্যালবামে গান গেয়েছেন স্মরলিপি, ফারাবী, নন্দিতা, এ আর আজিজ, বিপুল, তাইরীন তিথি, আসমা দেবযানী, বনি, প্রিন্স এবং পিংকি। এর মাধ্যমে সংগীতে যাত্রা শুরু হচ্ছে তাইরীন তিথির। তিনি আর ডি হিল্লোলের সঙ্গে ‘ওই নীল নীল আকাশে’ শিরোনামে একটি ডুয়েট গান গেয়েছেন। এছাড়া আর ডি হিল্লোল নিজেও ৪টি গানে কণ্ঠ দিয়েছেন।

অ্যালবামে গান লিখেছেন, আর ডি হিল্লোল, মতিউর রহমান খান, নিয়ামত হোসেন ও মাসুদ রানা।

আর ডি হিল্লোল বলেন, ‘অ্যালবামটির বেশকিছু গান শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করি।’

এলএ