ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জ্যাকসনের জুতার রহস্য

প্রকাশিত: ০৩:২১ এএম, ২২ নভেম্বর ২০১৪

মাইকেল জ্যাকসন নাম শুনলেই হাত-পা কেমন যেন ছটফট করে। হাড়গুলোর জং ছাড়িয়ে বাথরুম নাচতে ইচ্ছে করে। তাই না! "দ্য কিং অব পপ"-র মুন ওয়াক থেকে অ্যান্টি গ্রাভিটি সত্যিই আজও বিস্ময়। তাঁর এই সৃষ্টি এখনও রহস্য। কিন্তু বিশেষজ্ঞরা আবিষ্কার করেছেন মাইকেলের অ্যান্টি গ্রাভিটি মুভমেন্টের রহস্য।

১৯৮৭ মাইকেল জ্যাকসনের অ্যালবাম "স্মুথ ক্রিমিনাল"-আমরা দেখতে পাই অ্যান্টি গ্রাভিটি মুভমেন্ট। "অ্যানি আর ইউ ওকে?" গানে জ্যাকসন হঠাৎ শরীরে ওপর ভর করে সামনের দিকে ঝুঁকে আবার উঠে পড়ে। কোনও অবলম্বন ছাড়াই এমন মুভমেন্ট সত্যিই বিস্ময়।

কিন্তু কীভাবে এটা সম্ভব তার প্রশ্ন মাঝের মধ্যেই চায়ের টেবিলে খুঁজে বেড়ায়। তবে শরীরের এমন মুভমেন্টের পিছনে রয়েছে বিশেষ জুতা। মাইকেল ও তার সহকারীরা পরেছিলেন বিশেষ জুতা যার হিলের মধ্যে ছিল এক ধরনের স্লট। স্টেজের মধ্যে এক ধরনের পেরেক রাখা ছিল যার সঙ্গে হিলের গর্তে আটকে যাবে। এ ছাড়াও শরীরে জড়ানো ছিল অ্যান্টি গ্রাভিটি এফেক্ট দেওয়ার জন্য কিছু তার। অ্যান্টি গ্রাভিটি মুভমেন্ট করার জন্য আগের থেকে সব প্ল্যান করা হয়েছিল। লাইভ পারফরম্যান্সে এই মুভমেন্ট করা সম্ভব নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এই জুতা অনুপ্রেরণা ছিল জিরো গ্রাভিটিতে ব্যবহৃত মহাকাশচারীর জুতা থেকে। সূত্র : জিনিউজ