শিল্পীদের নির্বাচন দেখতে এফডিসির সামনে মানুষের ভিড়
আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত শিল্পী সমিতির নির্বাচন। ইলিয়াস কাঞ্চন-নিপুণ এবং মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের হয়ে লড়ছেন ৪২ জন প্রার্থী। এছাড়াও অভিনেতা ডন ও হরবোলা আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
হাই ভোল্টেজ এই নির্বাচনকে ঘিরে আলোচনার শেষ নেই। তারকাবহুল এ নির্বাচন দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।
সেই প্রমাণ মিললো আজ নির্বাচনের দিনও৷ এফডিসির সামনে সকাল থেকেই দেখা যাচ্ছে হাজারও মানুষের আনাগোনা৷ বেশিরভাগই দূর-দূরান্ত থেকে আসা।
তাদের সঙ্গে কথা বলে জানা গেলো, প্রিয় তারকারা আজ নির্বাচন করছেন, ভোট দেবেন। এক নজর সবাইকে দেখার জন্য ছুটে এসেছেন তারা।
এদিকে এত দর্শনার্থী সামাল দিতে ঘাম ছুটে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এফডিসির সামনে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
আজ নির্বাচনে ভোট দেবেন ৪২৮ জন ভোটার। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে সহযোগী হিসেবে আছেন জাহিদ হোসেন ও বি এইচ নিশান।
এলএ/জিকেএস