ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

করোনায় আক্রান্ত নায়িকা পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৪ পিএম, ২২ জানুয়ারি ২০২২

চারদিকে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এরইমধ্যে দেশে নানা রকম বিধি নিষেধ আরোপ করা হয়েছে এই ভাইরাসকে রুখে দেয়ার জন্য। করোনার থাবা পড়েছে শোবিজেও। এবার জানা গেল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূর্ণিমা করোনায় আক্রান্ত হয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ নায়িকা নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।

এই অভিনেত্রী আজ তার পোস্টে লেখেন, ‌‘কভিড পজিটিভ’। সঙ্গে মুখে মাস্ক পরিহিত একটি ইমোজিও জুড়ে দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেল, গত সপ্তাহে করোনা উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করান পূর্ণিমা। আজ রিপোর্ট
হাতে এসেছে করোনা পজিটিভ।

নায়িকা জানান, আপাতত তিনি নিজগৃহেই বিশ্রাম নিচ্ছেন। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চলছেন।

সবার কাছে দোয়া চেয়েছেন সুস্থতার জন্য।

এলএ

আরও পড়ুন