ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অভিনেত্রী শিমু হত্যাকারীর ফাঁসি চাইলেন বাবা

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২২

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যাকারীর ফাঁসি চেয়েছেন তার বাবা নুরুল ইসলাম রাঢ়ী। তিনি বলেন, আমার মেয়েটাকে অনেক আদর-স্নেহ দিয়ে বড় করেছি। সেই মেয়েটাকে ওরা মেরে ফেলেছে। আমি আর কিছু চাই না শুধু আমার মেয়েটাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

বুধবার (১৯ জানুয়ারি) ঢাকা থেকে জাগো নিউজকে একথা বলেন নিহত শিমুর বাবা নুরুল ইসলাম। কথা বলার এক পর্যায়ে হাউমাউ করে কেঁদে দেন তিনি।

ঢাকায় খুন হওয়া চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু বরগুনার আমতলী উপজেলার মেয়ে। বাবা নুরুল ইসলাম রাঢ়ী সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার)। সোমবার (১৭ জানুয়ারি) রাত ১০টায় ছেলেদের ফোন পেয়ে এবং টেলিভিশনের খবরে জানতে পারেন তার মেয়ে শিমু খুন হয়েছেন।

ওই রাতেই তিনি আমতলী থেকে ঢাকা যাওয়ার চেষ্টা করেন। তবে কোনো যানবাহন না পেয়ে পরেরদিন খুব সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন নুরুল ইসলাম। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

ঢাকাই ছবির নায়িকা রাইমা ইসলাম শিমুর গ্রামের বাড়ি বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে। তার নানাবাড়ি একই উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে।

১৯৯৫ সালে শিমুর বাবা নুরুল ইসলাম রাঢ়ী গ্রামের বাড়ি ছেড়ে স্ত্রী, দুই ছেলে হারুন অর রশিদ ও সাইদুল ইসলাম খোকন এবং দুই মেয়ে রাইমা ইসলাম শিমু ও ফাতেমাকে নিয়ে আমতলী পৌরশহরের ফেরিঘাটের সবুজবাগ এলাকায় বসবাস শুরু করেন। শিমু তখন আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ছোটবেলা থেকেই সংস্কৃতিমনা ছিলেন শিমু। অভিনয়, নাচ ও গানের প্রতি ছিল তার অনেক ঝোঁক। আমতলীর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন। তার অভিনয়, নাচ ও গানের প্রশংসা ছিল মানুষের মুখে মুখে।

পারিবারিক কারণে ১৯৯৬ সালে শিমুর মা রাশেদা বেগম তার সন্তানদের নিয়ে ঢাকায় চলে যান। সেখানে বসবাসের সময় পরিচয় হয় চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের সঙ্গে। তার হাত ধরেই ১৯৯৮ সালে চিত্রজগতে পা রাখেন রাইমা ইসলাম শিমু।

সোমবার (১৭ জানুয়ারি) সকালে বস্তাবন্দি অভিনেত্রী শিমুর মরদেহ উদ্ধার করে- কেরানীগঞ্জ থানা পুলিশ। এরপর আটক করা হয় স্বামী সাখাওয়াত আলী নোবেলসহ দুজনকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন নোবেল। হত্যার কারণ হিসেবে তিনি পারিবারিক কলহের কথা- জানিয়েছেন।

এসআর/জিকেএস

টাইমলাইন

  1. ০৯:৪২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২ ‘শিমুকে ধর, ওকে আজ মেরেই ফেলবো’
  2. ০৮:১৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ অভিনেত্রী শিমু হত্যাকারীর ফাঁসি চাইলেন বাবা
  3. ০৯:২৭ এএম, ১৯ জানুয়ারি ২০২২ শিমুকে হত্যার পর নিখোঁজের জিডি করেন স্বামী নোবেল
  4. ০৯:০৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ বস্তা বাঁধার সুতার সূত্র ধরে শিমু হত্যার রহস্য উদ্ঘাটন
  5. ০৬:০৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ নায়িকা শিমু হত্যা: স্বামী ও তার বাল্যবন্ধু ৩ দিনের রিমান্ডে
  6. ০৫:৫০ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ শিমু হত্যার ‘স্বীকারোক্তি’র পর স্বামী-গাড়িচালকের নামে মামলা
  7. ০৫:০৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ সকালে শিমুর মরদেহ উদ্ধারের পর রাতে পরিচয় শনাক্ত করে পিবিআই
  8. ০২:৫৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ দাম্পত্য কলহের জেরে নায়িকা শিমুকে হত্যা করেন স্বামী
  9. ০১:৩৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ শিমু হত্যার বিচারের দাবিতে সোচ্চার চলচ্চিত্র শিল্পীরা
  10. ১২:৪১ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ কেন শিল্পী সমিতির ভোটাধিকার হারিয়েছিলেন নায়িকা শিমু?
  11. ১১:০১ এএম, ১৮ জানুয়ারি ২০২২ নায়িকা শিমু হত্যা: স্বামী ও গাড়িচালককে নিয়ে অভিযানে র‌্যাব-পুলিশ
  12. ১২:২২ এএম, ১৮ জানুয়ারি ২০২২ রহস্যজনক মৃত্যুর শিকার কে এই চিত্রনায়িকা শিমু?
  13. ১১:৪৮ পিএম, ১৭ জানুয়ারি ২০২২ চিত্রনায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার