ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এবার চলচ্চিত্রের সংগীত পরিচালনায় প্রত্যয় খান

প্রকাশিত: ০৭:২৭ এএম, ০৬ জানুয়ারি ২০১৬

বাবা দেশ বরেণ্য সুরকার রিপন খান। বড় ভাই দেশের সেরা কণ্ঠ তারকাদের একজন হৃদয় খান। বাবা-ভাইয়ের মতোই গানের ভুবনে নিজেকে মেলে ধরার প্রয়াস চালাচ্ছেন প্রত্যয় খান।

ছোট বলেই ছোট নন প্রত্যয় খান। আরো দুই বছর আগেই বড়দের গায়ক ও সংগীত পরিচালক হিসেবে অভিষেক হয়েছে তার। তারপর বেশ কিছু জনপ্রিয় গানে কাজ করেছেন তিনি। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তিনি নাম লিখালেন শিল্পের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রের সংগীত পরিচালনায়। ইয়াসির আরাফাত জুয়েলের ‌‘মুখোশ মানুষ - দ্য ফেইক’ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন প্রত্যয়।

এ প্রসঙ্গে তিনি জাগো নিউজকে বলেন, ‘আমি এর অগে বহু টিভিসির জিংঙ্গেল করেছি। তবে চলচ্চিত্র সংগীত পরিচালনা এই প্রথম করেছি। অনেক দিনের ইচ্ছা ছিলো চলচ্চিত্র সংগীত পরিচালনা করার সেই ইচ্ছা অবশেষে পূরণ করেছেন ইয়াসির আরাফাত জুয়েল ভাই। আমি তার কাছে কৃতজ্ঞ। আশা করছি নতুন বছরে আমার প্রথম কাজ সবার ভালো লাগবে।’

বর্তমান সময়ের একটি আলোচিত বিষয় সাইবার ক্রাইম। তেমনি এক সাইবার ক্রাইমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মুখোশ মানুষ - দ্য ফেইক’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নওশীন, হিল্লোল, কল্যাণ, রাইজা, লামিয়া মিমো, বড়দা মিঠু।

‘মুখোশ মানুষ-দ্য ফেইক’ প্রথমে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মিত হচ্ছিলো। কিন্তু এর ফার্স্ট লুকের একটি ট্রেলার ইউটিউবে প্রকাশ হলে তাতে দর্শকের ব্যাপক সাড়া পড়ে। ৩০ লাখেরও বেশি দর্শক এটিকে ইউটিউবে দেখেছে। সেই অনুপ্রেরণা থেকেই নির্মাতা এবার পূর্ণাঙ্গ চলচ্চিত্র হিসেবেই নির্মিত করছেন ‘মুখোশ মানুষ-দ্য ফেইক’।

ঘাসফড়িংয়ের ব্যানারে দিঘি মোশন প্রযোজিত এই ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তরুণ আহাদুর রহমান। সংলাপ পরিচালক জুয়েলের। এর গানগুলো গেয়েছে এ সময়ের জনপ্রিয় ব্যান্ড চিরকুট ও আহমেদ হুমায়ূন।

প্রসঙ্গত, প্রত্যয় খানের সংগীতায়োজনে ইমরান, লিজা, নওমিসহ হালের অনেক মিউজিক তারকা শিল্পীরা বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের। তারমধ্যে ইমরানের কণ্ঠে ‘পাগল এই মন’ ও জিয়াউদ্দিন আলমের কথায় লিজা ও প্রত্যয়ের দ্বৈত কণ্ঠে ‘তুমি চাইলে আনতে পারি’ গান দুটি প্রত্যয়ের সংগীত পরিচালনাকে ঋদ্ধ করেছে।

প্রত্যয় জানালেন, আসছে ভালোবাসা দিবসে এই দুটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করবেন তিনি।
 
এলএ