নজরুলের গানে পুতুল
ডিসেম্বরে `পুতুলগান দ্বিতীয় অধ্যায়` শীর্ষক অ্যালবাম নিয়ে ভক্ত-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন ক্লোজআপ তারকা পুতুল। এ সংবাদটি এখন সবারই জানা। তবে নতুন খবর হচ্ছে, প্রথমবারের মতো একটি নজরুলসঙ্গীতের অ্যালবাম করতে যাচ্ছেন পুতুল।
আগামী বছরের মাঝামাঝিতে এ অ্যালবামটি প্রকাশ করবেন তিনি। ইতোমধ্যে এর ২টি গানের রেকর্ডিং শেষ করেছেন তিনি। এগুলো হচ্ছে, `বধূ তোমার আমার এই যে বিরহ, এক জনমের নহে` ও `আমার কোন কুলে আজ ভিড়ল তরী`। এ প্রসঙ্গে পুতুল বলেন, `ছোটবেলায় নজরুলসঙ্গীতে তালিম নিয়েছি। অসংখ্য অনুষ্ঠানে নজরুলসঙ্গীত পরিবেশন করেছি। তবে এখনো কোনো অ্যালবামে নজরুলসঙ্গীত গাওয়ার সুযোগ হয়নি। এবার সেই আক্ষেপের অবসান ঘটতে যাচ্ছে। এ অ্যালবামের সঙ্গীতায়োজন করছেন ওয়ারফেইজ ব্যান্ডের শামস। মূলত তার উৎসাহেই এ কাজটি শুরু করেছি। ১০টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হচ্ছে।`
পুতুল আরো বলেন, `অ্যালবামটিতে সব ধরনের গানই রাখব। এ অ্যালবামের মাধ্যমে ভক্তরা নজরুলের রাগশ্রী, কাব্যসঙ্গীত, লোকসঙ্গীত, ইসলামিকসহ বিভিন্ন ঘরানার গান শুনতে পাবেন। তবে খুব জনপ্রিয় গানগুলো কিছুটা এড়িয়ে চলছি। এক কথায় বলতে গেলে, আমার পছন্দের কিছু গান দিয়েই অ্যালবামটি সাজাচ্ছি।` এদিকে পুতুলের চতুর্থ একক অ্যালবাম `পুতুলগান দ্বিতীয় অধ্যায়ে` ১৩টি গান থাকবে। এ অ্যালবামটি নিয়েও পুতুল দারুণ আশাবাদী। এ প্রসঙ্গে তিনি বলেন, `আশা করছি, আমার আগের তিনটি অ্যালবামের মতো এ অ্যালবামটিও শ্রোতাদের প্রশংসা অর্জন করবে। ডিসেম্বরের মাঝামাঝিতে এর মোড়ক উন্মোচন করার পরিকল্পনা রয়েছে।`