এবার করোনা আক্রান্ত প্রসেনজিৎ-স্বস্তিকা
এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। শুধু তিনিই নন, একই সঙ্গে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়েরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
বুধবার প্রসেনজিৎ টুইটারে লেখেন, দুর্ভাগ্যবশত আমি করোনা আক্রান্ত হয়েছি। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপাতত হোম আইসোলেশনেই আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবো।
অপরদিকে স্বস্তিকা তার করোনা আক্রান্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। তিনি মজা করে লেখেন, শুনছিলাম এবারেও যাদের হচ্ছে না তারা নাকি যমের অরুচি। যাক আমি আর অরুচির লিস্টে নেই।
এর আগে টলিপাড়ায় আরও এক শিল্পী রূপম ইসলাম ও তার স্ত্রী রূপসা করোনা আক্রান্ত হন।
এছাড়া অভিনেতা দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তীসহ টলিউডের আরও অনেকে করোনা আক্রান্ত হয়েছেন।
জেডএইচ/