করোনামুক্ত সৃজিত, আইসোলেশনে মিথিলা-আইরা
করোনামুক্ত হয়েছেন টলিউড নির্মাতা সৃজিত মুখার্জি। বুধবার (১২ জানুয়ারি) টুইটারে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক।
সৃজিত লিখেছেন, ‘যারা আরোগ্য কামনা করেছেন, উদ্বিগ্ন হয়ে খোঁজ নিয়েছেন তাদের ধন্যবাদ। পাশাপাশি যারা মৃত্যু কামনা করেছেন তাদেরও ধন্যবাদ।’
চলতি বছরের প্রথমদিনই (১ জানুয়ারি) করোনা আক্রান্ত হওয়ার খবর জানান সৃজিত। এর পাঁচদিনের মাথায় জানা যায়, তার স্ত্রী মিথিলার কন্যা আইরার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ।
এর কয়েক দিন পর করোনায় আক্রান্ত হন মিথিলা। সৃজিত করোনামুক্ত হলেও এখনো আইসোলেশনে রয়েছেন আইরা-মিথিলা।
এমআই/এলএ/এমএস