ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মিশা সওদাগরের জন্মদিনে তারকাদের শুভেচ্ছা (ভিডিও)

প্রকাশিত: ০৭:২৯ এএম, ০৪ জানুয়ারি ২০১৬

যখন তিনি খলনায়ক হিসেবে পার্দায় হাজির হন তখন তিনি এক আতংকের নাম। কূট-কৌশলে সবাইকে বিপদে ফেলতে, খুন-জখম করতে তার জুড়ি নেই। আবার যখন একজন ভালো মানুষের চরিত্রে আসেন তখন সেই ছবির নায়ক-নায়িকাকে ছাপিয়ে তিনিই হয়ে ওঠেন আলোচনার চরিত্র। বলছি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের কথা।

প্রায় দুই দশকের ক্যারিয়ারে আট শতাধিক চলচ্চিত্রে চমৎকার অভিনয় দিয়ে তিনি জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে গেল বিশ বছরে অসংখ্য নায়ক এসেছেন, নায়িকা এসেছেন। কিন্তু খলনায়ক হিসেবে নিয়মিতই থেকে গেছেন মিশা। এ থেকেই আঁচ করা যায় তার জনপ্রিয়তা বা চাহিদা।

আজ সোমবার, ৪ জানুয়ারি এই অভিনেতার জন্মদিন। এবারে তিনি জীবনের হাফ সেঞ্চুরি পূরণ করলেন; অর্থাৎ ৫০ তম বছরে পা রাখলেন। জীবনের এই মাহেন্দ্রক্ষণে এই তারকার প্রতি জাগো নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা রইল।

প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার ফেসবুকে উইশ করছেন। পাশাপাশি তার সহকর্মীরাও ফেসবুক, মোবাইল কেউবা বাসায় হাজির হয়েই অভিনন্দিত করছেন। তাদের মধ্যে চিত্রনায়ক ওমর সানী রোববার দিবাগত রাত ১২টার পর হঠাৎ করেই এক তোড়া ফুল হাতে মিশার উত্তরার বাসায় হাজির হন। বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ৫০ বছরে অভিনন্দিত করেছেন।

Misha
সেইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওমর সানী লেখেন, ‘আজ ৪ জানুয়ারি, আমার প্রচারবিমুখ বন্ধু মিশার জন্মদিন। এই মুহূর্তে ওর সাথে। আমার তো মনে আছে, আপনাদের মনে আছে? মিশার জন্য দোয়া করবেন।’

এছাড়াও বেশ কয়েকজন তারকা মিশাকে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। তারা হলেন চিত্রনায়ক আমিন খান, এক সময়ের আলোড়ন সৃষ্টি করা অভিনেত্রী নুতন, তরুণ প্রজন্মের জনপ্রিয় দুই নায়ক ইমন ও আরিফিন শুভ। এছাড়াও তাকে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক আরজু, শাহরিয়াজ, সুমিত, জায়েদ খান ও চিত্রনায়িকা আইরিন, শাহনূর প্রমুখ। তারা প্রত্যেকেই পর্দার মন্দ মানুষ মিশাকে বাস্তবের চমৎকার চরিত্রের বলে অভিহিত করেছেন। তারা মিশার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

প্রসঙ্গত, মিশা সওদাগর ১৯৬৬ সালের ৪ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম শাহীন হাসান মিশা। আশির দশকে ‘এফডিসি’র নতুন মুখ সন্ধান’-এর মাধ্যমে নায়ক হওয়ার জন্য অডিশন দেন। এরপর ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে প্রথম অভিনয় করেন। নায়ক হিসেবে সাফল্য না পেয়ে ১৯৯৪ সালে ‘যাচ্ছে ভালবাসা’ নামক ছবিতে প্রথম ভিলেনের চরিত্রে অভিনয় করেন।

Misha 1
সেই চলার শুরু থেকে এ পর্যন্ত আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে ছোট পর্দার দর্শকদের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি।

গেল বছরে মিশা অভিনীত ‘ছুঁয়ে দিলে মন’, ‘লাভ ম্যারেজ’, ‘ভালোবাসার গল্প’, ‘ব্ল্যাকমেইল’, ‘ব্ল্যাকমানি’, ‘ওয়ার্নিং’ সুপারহিট ব্যবসা করেছে।

বর্তমানে বেশ কিছু ছবিতে অভিনয় করছেন এই অভিনেতা। এর মধ্যে সোহানুর রহমান সোহানের ‘অবলা নারী-ওয়াও বেবি ওয়াও’, ছটকু আহমেদের ‘দলিল’, শাহ আলম মন্ডলের ‘আপন মানুষ’, শাহনেওয়াজ সানুর ‘সুপার মডেল’, সাফিউদ্দিন সাফির ‘মিসডকল’, শামীম আহমেদ শামিমের ‘আমার প্রেম আমার প্রিয়া’ উল্লেখযোগ্য।

Misha 2
আর মিশা সওদাগর অভিনীত শামিম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’, সাইফ চন্দন পরিচালিত ‘টার্গেট’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ ইত্যাদি ছবিগুলো মুক্তির মিছিলে রয়েছে।

বাস্তব জীবনে মিশা দুই পুত্রের জনক।

ভিডিওতে দেখনু মিশা সওদাগরকে তারকাদের জানানো শুভেচ্ছা :





এলএ