ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

২০২১ সালে বলিউডের সেরা সিনেমাগুলো

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১

গতবছরের মতো ২০২১ সালটিও বলিউড ইন্ডাস্ট্রি মহামারি করোনার রেশ নিয়েই কাটিয়েছে। সব কিছুতেই ছিল বিষাদ। তবে বছরের মাঝামাঝিতে গিয়ে অনেকটাই পাল্টে গিয়েছে বলিউডের চেহারা। খানিকটা সুবাতাস বয়েছে হিন্দি সিনেমার আঙিনায়। মুক্তি পেয়েছে বেশ কিছু সিনেমা। যার হাত ধরে বলিউড বক্স অফিস কিছুটা হলেও লাভের মুখ দেখেছে।

সেই তালিকায় চোখ রাখা যাক-

রাধে
রাধে একটি মারপিটধর্মী সিনেমা। প্রভু দেবা পরিচালিত সিনেমাটির মূল আকর্ষণ সালমান খান। সোহেল খান প্রোডাকশন ও রিল লাইফ প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সালমান নিজেই। সিনেমাতে ভাইজানের পাশাপশি অভিনয় করেছেন দিশা পাটানি ও রণদীপ হুদা।

শেরশাহ
বিক্রম বাত্রা নামে এক যুবক সৈনিক হওয়ার স্বপ্ন দেখেন এবং ডিম্পলের প্রেমে পড়েন। তার প্রশিক্ষণের পরপরই, তিনি সামরিক পদে আরোহণ করেন এবং কার্গিল যুদ্ধে ভারতের বিজয়ে অবদান রাখেন। ছবিটি বেশ প্রশংসা পেয়েছে এবং ভালো ব্যবসাও করেছে। এ ছবিতে অভিনয় করেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, শিব পণ্ডিত, অঙ্কিতা গোরায়া।

মিমি
বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি ‘মিমি’। এটি একটি কমেডি সিনেমা। তবে এখানে দেয়া হয়েছে নারী ও মাতৃত্ব নিয়ে দারুণ বার্তা। যা দর্শকের মন ছুঁয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কৃতি স্যানন ও পঙ্কজ ত্রিপাঠি। সিনেমাটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান। মহামারী করোনার কারণে চলচ্চিত্রটি নেটফ্লিক্স এবং জিও সিনেমার মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে মুক্তি করা হয়। নির্ধারিত মুক্তির চার দিন আগে ছবিটি দুর্ঘটনাক্রমে টরেন্ট সাইটে চলে যায়। চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল, যারা স্যানন এবং ত্রিপাঠীর অভিনয়ের প্রশংসা করেছিলেন। অনেকে স্যাননের ক্যারিয়ারের সেরা অভিনয় হিসেবে ভূমিকা উল্লেখ করেছেন।

শেরনি
অমিত মাসুরকার পরিচালিত সিনেমা শেরনি। এতে প্রধান চরিত্রে রয়েছেন বিদ্যা বালান। বিদ্যা একজন ন্যায়পরায়ণ বন কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন।

রশ্মি রকেট
রশ্মি রকেট হল একটি বলিউড স্পোর্টস সিনেমা। আকর্ষ খুরানার পরিচালনায় এতে অভিনয় করেছেন তাপসী পান্নু। রশ্মি রকেট প্রযোজনা করেছেন রনি। রশ্মি, একটি ছোট শহরের মেয়ে, সামাজিক বাধা অতিক্রম করে এবং একটি জাতীয় স্তরের ক্রীড়াবিদ হয়ে ওঠে যখন তাকে লিঙ্গ পরীক্ষার মধ্য দিয়ে যেতে বাধ্য করা হয় তখন তার ক্যারিয়ারে আঘাত হানে।

সূর্যবংশী
সূর্যবংশী অ্যাকশন ও থ্রিলার সিনমা। এ সিনেমায় অক্ষয় কুমারকে দেখা গেছে একজন এটিএস অফিসারের ভূমিকায়। আরও আছেন ক্যাটরিনা কাইফ, অজয় দেবগণ ও রণভীর সিং। সিনেমাটির পরিচালক হলেন রোহিত শেঠি। এটি যৌথভাবে প্রযোজনা করেছে করণ জোহরের ধর্ম প্রোডাকশনস ও কেপ অব গুড হোপ ফিল্মজ। সিনেমাটি বেশ ভালো ব্যবসা করেছে।

চণ্ডীগড় কারে আশিকি
অভিষেক কাপুর পরিচালিত রোম্যান্স-ড্রামা ঘরনার সিনেমা। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা এবং বাণী কাপুর।

অ্যান্তিম
মহেশ মাঞ্জরেকার পরিচালিত ‘অ্যান্তিম’ একটি কমার্শিয়াল সিনেমা। তাতে অভিনয় করেছেন ভাইজান খ্যাত সালমান খান ও আয়ুষ শর্মা। সিনেমাটি শুরু হয় একজন সাধারণ কৃষকের জীবনের গল্প দিয়ে। যেখানে সে তার জমি বিক্রি করতে বাধ্য হয় এবং তার নিজের জমিতে কৃষি শ্রমিক হিসাবে কাজ করে।

পুষ্প
ডিসেম্বর মাসের ১৭ তারিখে মুক্তি পেয়েছে ছবিটি ভারতের নানা প্রদেশে। এটি মূলত তামিল ছবি। ২০২১ সালকে নিজের করে নিয়েছে ছবিটি। মুক্তির ৭ দিনেই ছবিটি প্রায় ২০০ কোটি রুপি আয় করেছে। সুকুমার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রেশমিকা মন্দানা।

৮৩
চলতি মাসের ২৩ তারিখ মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমাটি। এটি মূলত ক্রিকেটে ইন্ডিয়ার প্রথম বিশ্বকাপ জয়ের গল্প উঠে এসেছে। যার মূল চরিত্রে রয়েছেন কপিল দেব। এই চরিত্রে অভিনয় করেছেন রণভীর সিং। আরও আছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি মুক্তির অল্প সময়ে ভালোই সাড়া ফেলেছে।

এছাড়াও বছর মাতিয়েছে বেলবটম, বান্টি অর বাবলী, সত্যমে জয়তে ২, রুহি, মুম্বাই সাগা ইত্যাদি সিনেমাগুলো।

এলএ/জিকেএস

আরও পড়ুন